আফ্রিদির ৪ উইকেটের পর অভিষিক্ত হাসানের ঝড়ে জিতল পাকিস্তান
প্রকাশিত:
৯ আগস্ট ২০২৫ ১০:৫৯
আপডেট:
৯ আগস্ট ২০২৫ ১৫:২০

ত্রিনিদাদের মাঠে ওয়ানডে অভিষেকে ঝলক দেখালেন হাসান নওয়াজ। তার ব্যাটেই সফরকারী পাকিস্তান ৭ বল হাতে রেখে ৫ উইকেটের দারুণ এক জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তাতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল।
২৮১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই হারায় ওপেনার সাইম আইয়ুবকে (৫)। তবে এরপর আব্দুল্লাহ শফিক ও বাবর আজম ইনিংস মেরামতের চেষ্টা করেন। শফিক (২৯) আউট হয়ে গেলে বাবরের সঙ্গে যোগ দেন অধিনায়ক রিজওয়ান। এই জুটিতে আসে ৫৫ রান।
তিন রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন বাবর আজম। ৪৭ রানে ফিরলে কিছুটা চাপ তৈরি হয় পাকিস্তানের ওপর। এরপর রিজওয়ানের সঙ্গে জুটি বাঁধেন সালমান আগা। দুজনে মিলে তুলে নেন আরও ৪০ রান। কিন্তু রিজওয়ান (৫৩) ও সালমান (২৩) দ্রুত ফিরে গেলে ম্যাচ হেলে পড়ে দ্বিধায়।
এমন পরিস্থিতিতে অভিষেক ম্যাচ খেলতে নামা হাসান নওয়াজ দেখান তার প্রতিভার ঝলক। হুসেইন তালাতকে সঙ্গে নিয়ে অসাধারণ এক শতরানের জুটি গড়েন তিনি। ম্যাচ যখন যেকোনো দিকে যেতে পারত, তখন হাল ধরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা। ৫৪ বলে ৫ চার ও ৩ ছয়ে হাসান নওয়াজ অপরাজিত থাকেন ৬৩ রানে। তালাতের ব্যাট থেকে আসে ৪১ রান। তাদের ১০৪ রানের জুটিতে জয় নিশ্চিত করে পাকিস্তান। হাসান নওয়াজ হন ম্যাচসেরা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ৪৯ ওভারে অলআউট হয় ২৮০ রানে। শুরুতেই ব্র্যান্ডন কিং (৪) আউট হলেও এভিন লুইস ও কিসি কার্টি গড়েন ৭৭ রানের জুটি। কার্টি ৩০ রানে ফিরলে লুইস তুলে নেন ফিফটি। ৬২ বলে ৬০ রান করে তিনিও বিদায় নেন।
মাঝের সময়টায় হাল ধরেন অধিনায়ক শাই হোপ ও রোস্টন চেজ। তাদের ৬৪ রানের জুটিতে ৪১তম ওভারে ২০০ পেরোয় স্বাগতিকরা। হোপ ৫৫ রানে ফিরলে ভেঙে যায় সেই জুটি। চেজ ৫৩ রানে আউট হন নাসিম শাহের বলে। শেষদিকে গুডাকেশ মোটির ঝড়ো ১৮ বলে ৩১ রানে কিছুটা গতি পায় ইনিংস। তবে বড় স্কোর দাঁড় করাতে ব্যর্থ হয় ক্যারিবীয়রা। পাকিস্তানের পেস আক্রমণে শেষদিকে আর টিকতেই পারেনি তারা।
ত্রিনিদাদে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১১ আগস্ট। ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে মরিয়া থাকবে পাকিস্তান, আর ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরাতে চায় ওয়েস্ট ইন্ডিজ।
স্কোর সংক্ষেপ-
ওয়েস্ট ইন্ডিজ:২৮০/১০ (৪৯ ওভার)
এভিন লুইস ৬০, হোপ ৫৫, চেজ ৫৩
শাহীন ৪/৪৩, নাসিম ৩/৪৫
পাকিস্তান: ২৮৪/৫ (৪৮.৫ ওভার)
হাসান নওয়াজ ৬৩, রিজওয়ান ৫৩, বাবর ৪৭
ম্যাচসেরা: হাসান নওয়াজ
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: