আজই ওভাল টেস্টের ফয়সালা?
প্রকাশিত:
৩ আগস্ট ২০২৫ ১০:৪৩
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৫:০৪

সিঙ্গেল নিয়ে ৯৯ থেকে ১০০-তে পৌঁছেই শূন্যে লাফ দিলেন যশস্বী জয়সওয়াল। হেলমেট ও গ্লাভস রাখলেন মাটিতে। আঙুল দিয়ে বানালেন হৃদয়। আলিঙ্গন করলেন সহ-ব্যাটার করুন নায়ারকে। ২০, ৪০ ও ১১০ রানে তিনবার ‘জীবন’ পেয়ে ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করা জয়সওয়ালের জন্য হাতে চাঁদ পাওয়ার মতো।
জয়সওয়ালের এই শতকে এক টেস্ট সিরিজে দল হিসাবে সর্বোচ্চ ১২ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছে ভারত। এক সিরিজে ১২টি করে সেঞ্চুরি আছে আরও তিন দলের। ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া, ১৯৮২-৮৩ মৌসুমে ভারতের বিপক্ষে পাকিস্তান ও ২০০৩-০৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা এই কীর্তি গড়েছিল।
এর আগে আকাশদীপ নিজের ক্যারিয়ারসেরা ৬৬ রান করেন ৯৪ বলে। তৃতীয় উইকেটে দীপ ও জয়সওয়াল ১০৭ রানের জুটি গড়েন। ২১ রানে ক্যাচ আউট থেকে রক্ষা পাওয়া দীপের আউট হওয়ার মধ্য দিয়ে ভারত দিনের প্রথম উইকেট হারায়।
শনিবার দ্য ওভাল টেস্টের তৃতীয়দিন ভারত শুরু করে দুই উইকেটে ৭৫ রানে। নৈশপ্রহরী দীপ তখন দুই ও জয়সওয়াল ৫১ রানে অপরাজিত। ইংল্যান্ডের ফিল্ডাররা দ্বিতীয় ইনিংসে ছয়টি ক্যাচ ফেলেন। লিডস টেস্টের তৃতীয় ইনিংসে তারা চারটি ক্যাচ ফেলেছিলেন। শেষ পর্যন্ত জয়সওয়ালকে ১১৮ রানে থামান জশ টাঙ। তার আগেই বিদায় নেন অধিনায়ক শুবমান গিল (১১) ও করুন নায়ার (১৭)। রবীন্দ্র জাদেজা (৫৩) ও ওয়াশিংটন সুন্দরের (৫৩) ফিফটির সৌজন্যে ভারতের দ্বিতীয় ইনিংস থামে ৩৯৬ রানে। তার মানে, ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৩৭৪ রান।
এরপর জ্যাক ক্রলি আর বেন ডাকেট মিলে ওপেনিংয়ে আবারও গড়েছেন ৫০ রানের জুটি। পেছনে ফেলেছেন ডেজমন্ড হেইন্স আর গর্ডন গ্রিনিজের ভারতের বিপক্ষে ওপেনিংয়ে সবচেয়ে বেশি ফিফটির রেকর্ড।
তবে এরপরই ফিরে গেছেন জ্যাক ক্রলি। ৫০ রানে ১ উইকেট খোয়ায় স্বাগতিকরা। আর দিনের খেলা শেষ করে দেওয়া হয় সঙ্গে সঙ্গেই।
দিন বাকি আরও দুটো, ইংল্যান্ডের চাই ৩২৪ রান, ভারতের চাই ৯ উইকেট। ওভাল টেস্টের ফয়সালাটা আজই হয়ে যেতে পারে বৈকি!
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: