মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২

Shomoy News

Sopno


‘জঘন্য’ কাদামাঠেও প্রথমার্ধে স্বস্তির লিড বাংলাদেশের


প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫ ১৬:৩৮

আপডেট:
১৫ জুলাই ২০২৫ ২৩:০৫

ছবি সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল থেকে ঢাকায় দফায় দফায় ঝুম বৃষ্টি হচ্ছে। এতে বসুন্ধরার কিংস অ্যারেনায় জমেছে পানি। এমন মাঠেও ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে বাংলার মেয়েরা।

মাঠে পানি জমার কারণে আউটফিল্ড বেশ ভারী হয়ে রয়েছে। যেখানে খেলতে বেশ বেগ পেতে হচ্ছে ফুটবলারদের। খেলার কারণে মাঠের অবস্থা আরও বাজে হয়েছে। জঘন্য কর্দমাক্ত মাঠে শরীরের ভারসাম্য ধরে রাখাই দুরূহ হয়ে যাচ্ছে দুই দলের ফুটবলারদের জন্য।

বার বার মাঠে আটকে যাচ্ছে বল। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারছেন না স্বাগতিকরা। রপরও ম্যাচের ষষ্ঠ মিনিটে দারুণ একটা সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। তৃষ্ণা রানীর শট ভুটানের গোলকিপার কোনোমতে থামালেও গ্লাভসবন্দী করতে পারেননি। ফিরতি শটে জালে জড়ান শান্তি মার্ডি।

এরপর বেশ কিছু আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top