বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রকাশিত:
৭ জুলাই ২০২৫ ১৯:১৭
আপডেট:
৮ জুলাই ২০২৫ ০১:২২

বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের পর একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। তিন ম্যাচের আসন্ন এই সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
বাংলাদেশ সিরিজ দিয়ে আবারো টি-টোয়েন্টি দলে ফিরেছেন দাসুন শানাকা। এক বছর পর তিনি আবারো ডাক পেয়েছেন। এ ছাড়া আরেক অভিজ্ঞ ক্রিকেটার চামিকা করুনারত্নেও দলে ফিরেছেন।
সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন ভানুকা রাজাপক্ষে। মূলত বাজে ফর্মের কারণেই স্কোয়াডে জায়গা হয়নি এই মিডল অর্ডার ব্যাটারের।
ওয়ানডে সিরিজ শেষে আগামী ১০ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ডাম্বুলাতে ১৩ জুলাই। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে ১৬ জুলাই।
শ্রীলঙ্কা স্কোয়াড-
চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো, ঈশান মালিঙ্গা।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: