ক্লাব বিশ্বকাপে মেসি–রোনালদোর এক দলে খেলার সম্ভাবনা দেখেন ফিফা সভাপতি
প্রকাশিত:
২৪ মে ২০২৫ ১১:১৫
আপডেট:
২৪ মে ২০২৫ ১৯:২৪

কথাটা বলেছেন স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ক্রিস্টিয়ানো রোনালদোর নাকি ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে। এ নিয়ে নাকি আলোচনা চলছে। শুধু তা–ই নয়, ক্লাব বিশ্বকাপে মেসি এবং রোনালদোকে এক দলে খেলতে দেখতে চান ইনফান্তিনো।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ও অনলাইন স্ট্রিমার স্পিডের আইশোস্পিড চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো। সেখানে ক্লাব বিশ্বকাপে মেসি-রোনালদোর একসঙ্গে খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন ফিফা সভাপতি।
দুই কিংবদন্তিকে ‘গ্রেট খেলোয়াড়’ সম্বোধন করে রোনালদোকে নিয়ে ইনফান্তিনো বলেন, ‘ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন ক্রিস্টিয়ানো; এ নিয়ে আলোচনা চলছে। কে জানে কোনো ক্লাব হয়তো তাকে সই করাতে চায়। এখনো কয়েক সপ্তাহ বাকি আছে। মজা হবে।’
নাটকীয় মৌসুম শেষে অবিশ্বাস্য গোলে লিগ শিরোপা ম্যারাডোনার নাপোলির
যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো টুর্নামেন্টটি ৩২ দল নিয়ে আয়োজিত হবে। রোনালদোর দল আল নাসর ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সৌদি আরব থেকে শুধু আল হিলাল সুযোগ পেয়েছে এ টুর্নামেন্টে।
কয়েক মাস আগে ইন্টার মায়ামিকে ঘিরে একটি গুঞ্জন চাউর হয়েছিল। মেজর লিগ সকারের ক্লাবটি নাকি রোনালদোকে দলে ভেড়াতে চায়! আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এ নিয়ে মেসির সঙ্গে কথাও হয়েছে মায়ামির সহমালিক ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহামের। মেসি নাকি রোনালদোকে নিয়ে আসার বিষয়ে সম্মতিও দিয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বেকহাম নিজেই নাকি এ বিষয়ে রোনালদোকে রাজি করানোর চেষ্টা করছেন।
ইনফান্তিনো এ নিয়ে বলেছেন, ‘আমি তাদের একসঙ্গে খেলতে দেখতে চাই। এই টুর্নামেন্টে তারা যদি একসঙ্গে খেলে তাহলে কেমন হবে ভাবতে পারেন! এটা হবে বিশেষ কিছু।’ শুধু রোনালদোই নয়, টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে রিয়াল কিংবদন্তি লুকা মদরিচেরও মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা আছে।
গত বছর এমএএলএস সাপোটার্স শিল্ডজয়ী মায়ামি আয়োজক দেশের দল হিসেবে এবার ক্লাব বিশ্বকাপে খেলবে। ১৪ জুন মিসরের ক্লাব আল আহলির মুখোমুখি হবে হাভিয়ের মাচেরানোর দল। এরপর ১৯ জুন তাদের প্রতিপক্ষ পর্তুগালের পোর্তো ও ২৩ জুন ব্রাজিলের পালমেইরাসের মুখোমুখি হবে মায়ামি।
আল নাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে আগামী মাসে। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কথা চালিয়ে যাচ্ছেন এই কিংবদন্তি। কিন্তু দুই পক্ষ এখনো সম্মতিতে পৌঁছাতে পারেনি। আল নাসর ছেড়ে ধারে অন্য কোনো ক্লাবে যোগ দেওয়ার পরিকল্পনা রোনালদোর নেই বলে জানিয়েছে এই সংবাদমাধ্যম। তবে গুঞ্জন উঠেছে, সৌদি আরব ছেড়ে রোনালদো নাকি ব্রাজিলের ঘরোয়া ফুটবলে নাম লেখাতে পারেননি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: