বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ভারত ম্যাচের আগেরদিন অস্ট্রেলিয়া স্কোয়াডে নতুন মুখ


প্রকাশিত:
৩ মার্চ ২০২৫ ১২:৪৬

আপডেট:
১ মে ২০২৫ ০২:৪০

ছবি সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলার সময়েই বোঝা গিয়েছিল তার ইনজুরি। ম্যাথু শর্টের টুর্নামেন্ট শেষের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন অধিনায়ক স্টিভ স্মিথও। অস্ট্রেলিয়ার অধিনায়কের কথাই শেষ পর্যন্ত সত্যি হলো। ঊরুর চোটের কারণে ম্যাথু শর্টকে আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর দেখার সম্ভাবনা নেই। এমনকি অস্ট্রেলিয়া ফাইনালে গেলেও খেলতে পারবেন না শর্ট।

ভারতের বিপক্ষে সেমিফাইনালের একদিন আগে অস্ট্রেলিয়া দলে তাই নতুন সংযুক্তি ঘটেছে। শর্টের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন কুপার কনোলি। অস্ট্রেলিয়ার ১৫ জনের স্কোয়াডের বাইরে অতিরিক্ত হিসেবে আগে থেকেই দলের সফরসঙ্গী ছিলেন তরুণ এই স্পিন বোলিং অলরাউন্ডার। দুবাইয়ের স্পিন সহায়ক পিচ বিবেচনায় তাকেই দলে টেনেছে অজিরা।

বৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আফগানদের ব্যাটিং ইনিংসের শেষের দিকে ফিল্ডিং করতে গিয়ে ঊরুতে চোট পান শর্ট। যদিও পরবর্তীতে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমেছিলেন। তবে ব্যাটিং করার সময় তাকে বেশ সমস্যায় পড়তে হয় তাকে।

সেমিফাইনালে শর্টের বদলে ওপেনিংয়ের জন্য বিবেচনা করা হতে পারে মিচেল মার্শের বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ পাওয়া জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে। যদিও অলরাউন্ডার অ্যারন হার্ডির কথাও ভাবতে পারে অস্ট্রেলিয়া। এমনটা হলে হেডের সঙ্গে অন্য কাউকে ওপেন করতে হবে। সেটাও অস্ট্রেলিয়ার জন্য ভাবনার বিষয় হতে পারে।

শর্টের না থাকায় অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণে ঘাটতি দেখা যেতে পারে। হেড ও মার্নাস ল্যাবুশেনদের পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েলকে অবশ্য বিবেচনায় আনতে পারেন অধিনায়ক স্মিথ। দুবাইয়ে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া কোনো কম্বিনশেন নিয়ে মাঠে নামছে, সেটাই দেখার বিষয়।

 


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top