মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন ১৪৩১


টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়


প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯

আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০১

ছবি সংগৃহীত

বিপিএলের ১১তম আসর স্বপ্নের মতোই শুরু করেছিল রংপুর টাইগার্স। টানা ৮ ম্যাচ জয়ের মধ্য দিয়েই প্লে অফ নিশ্চিত করেছিল দলটি। এমন শুরুর পরও বিদায় নিতে হলো রংপুরকে। গ্রুপ পর্বের শেষ ৪ ম্যাচের চারটিতেই খুব বাজে ভাবে হেরেছে রংপুর।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামে রংপুর। এই ম্যাচে নামার আগে স্কোয়াডেও শক্তি বাড়িয়েছিল রংপুর। দলে যোগ দিয়েছিলেন আন্দ্রে রাসেলও। তবে খুলনার স্পিনারদের সামনে দাঁড়াতেই পারলেন না কেউ।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই অলআউট হয়ে যায় রংপুর। দলীয় ১৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। খুলনার পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন অধিনায়ক মিরাজ ও নাসুম আহমেদ।

অপরদিকে রংপুরের দেওয়া ৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুলনা টাইগার্স খুব সহজেই জয় তুলে নেয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top