মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫, ৬ই ফাল্গুন ১৪৩১


চ্যাম্পিয়নস ট্রফিতে ভিন্ন রোহিতকে দেখা যাবে: গাঙ্গুলী


প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৫ ১১:১৪

আপডেট:
১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৯

ছবি সংগৃহীত

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মার। সবশেষ সিডনি টেস্টে তো সমালোচনার কারণে নিজে থেকেই সরে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় অধিনায়ক। এই অবস্থায় আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে অধিনায়ক রোহিতের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

অবশ্য রোহিতের ফর্ম নিয়ে সবাই চিন্তিত হলেও; সাবেক কিংবদন্তি অধিনায়ক ও বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী দুশ্চিন্তার কোনো কারণ দেখছেন না। তার মতে, চ্যাম্পিয়নস ট্রফিতে ভিন্ন এক রোহিতকে দেখতে পাবে ক্রিকেটপ্রেমীরা।

সবশেষ ২০১৩ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে ৫৩.৪৪ গড়ে ৪৮১ রান রোহিতের নামের পাশে। যা চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের পঞ্চম সর্বাধিক। তাই সম্প্রতি লাল বলে ব্যাট হাতে রান না পেলেও সাদা বলে ভিন্ন এক রোহিতকে দেখা যাবে বলেই মনে করছেন গাঙ্গুলী।

সম্প্রতি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) আয়োজিত বেঙ্গল অনূর্ধ্ব-১৫ নারী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে রোহিতের ফর্ম নিয়ে গাঙ্গুলী বলেন, ‘সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মা অসাধারণ। চ্যাম্পিয়নস ট্রফি শুরু হলে আপনারা অন্য রোহিত শর্মাকে দেখতে পাবেন।’

গাঙ্গুলী আরও বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির অন্যতম প্রতিযোগী ভারত। বিশেষ করে ৫০ ওভার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর ভারত সেখানে যাচ্ছে। কিন্তু টেস্ট ক্রিকেট এমন একটি ফরম্যাট যেখানে তাদের কাজ করতে হবে।’

উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে ভারত। তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সারবে রোহিত শর্মার দল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top