শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


সাকিবের ঘাড়ে হাসারাঙ্গার নিঃশ্বাস


প্রকাশিত:
২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২৪

আপডেট:
৩ মে ২০২৪ ১৯:২৮

ফাইল ছবি

কদিন আগেই আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়েছেন সাকিব আল হাসান। এবার টি-টোয়েন্টিতে টাইগার অলরাউন্ডারের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দারুণ পারফরম্যান্সের সুবাদে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন লঙ্কান এই তারকা।

আজ (বুধবার) সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। টাইগার অলরাউন্ডারের রেটিং ২৫৬। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান অলরাউন্ডারের র‍েটিং পয়েন্ট ২৩৯।

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের শেষ দিকে ছিটকে পড়ার পর এখনও পর্যন্ত জাতীয় দলে দেখা যায়নি সাকিবকে। খেলছেন না শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ঘরের মাঠের সিরিজেও। বাংলাদেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে।

অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছন্দে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই ম্যাচ খেলে ৪.৮৭ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ব্যাটিংয়ে ২১৭.০৭ স্ট্রাইকরেট ও ৪৪.৫ গড়ে করেছেন ৮৯ রান।

টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়েও একধাপ এগিয়েছেন হাসারাঙ্গা। ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছেন তিনি। ৭২৬ রেটিং নিয়ে শীর্ষে আছেন ইংলিশ স্পিনার আদিল রশিদ।

এদিকে, টেস্ট র‌্যাঙ্কিংয়ে লম্বা জাম্প দিয়েছেন ভারতীয় ওপেনার যশস্বী জসওয়াল। ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে দারুণ ছন্দে আছেন তরুণ এই ভারতীয় ব্যাটার। বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টের পর রাজকোটেও ডাবল সেঞ্চুরি করেছেন। যার ফলে টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১৪ ধাপ এগিয়ে এখন আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে পৌঁছে গেছেন। ফর্মে থাকলে শিগগিরই সেরা দশে নিজে জায়গা করে নিতে পারেন তরুণ এই ব্যাটার।


সম্পর্কিত বিষয়:

আইসিসি সাকিব আল হাসান

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top