মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


আবার প্রশ্নবিদ্ধ নারাইনের বোলিং অ্যাকশন


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২০ ১৫:৫৮

আপডেট:
১১ অক্টোবর ২০২০ ১৬:৫০

ছবি-সংগৃহীত

রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দেওয়ার আনন্দের পরপরই সুনিল নারাইন পেলেন দুঃসংবাদ। তার বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সংশয় জেগেছে আবারও।

আইপিএলে শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে কলকাতার ২ রানের জয়ের ম্যাচে প্রশ্নবিদ্ধ হয় তার বোলিং অ্যাকশন। তবে আইপিএলের নিয়ম অনুযায়ী আপাতত বোলিং করে যেতে পারবেন এই ক্যারিবিয়ান স্পিনার।

এই ম্যাচে ৪ ওভারে ২৮ দিয়ে ২ উইকেট নিয়েছেন নারাইন। শেষ দিকে মহাগুরুত্বপূর্ণ ২ ওভার করে দলের জয়ে রেখেছেন বড় ভূমিকা।

আপাতত সতর্ক করে দেওয়াদের তালিকায় থাকবে নারাইনের নাম। আরেকবার অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলে বোলিং থেকে নিষিদ্ধ হবেন ৩২ বছর বয়সী স্পিনার। তখন ভারতীয় বোর্ডের ছাড়পত্র পেলেই কেবল ফের বোলিং শুরু করতে পারবেন।

বোলিং অ্যাকশন নিয়ে নারাইনের ভোগান্তি অনেক পুরোনো। প্রথমবার তার অ্যাকশন দুই দফায় প্রশ্নবিদ্ধ হয় ২০১৪ চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেটে। অ্যাকশন নিয়ে কাজ করার জন্য ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ দল থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

তাতেও লাভ হয়নি। ২০১৫ আইপিএলে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। তখনও বোলিংয়ের অনুমতি পান। কিন্তু সেবারই অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় আবার। এরপর অ্যাকশন পরীক্ষা করতে পাঠানো হয়। পরীক্ষার পর তার অফ স্পিন ডেলিভারি নিষিদ্ধ হয়। শেষ পর্যন্ত তাকে ‘চূড়ান্ত সতর্কতা’ শুনিয়ে সেবার ছাড় দেওয়া হয়।

২০১৫ সালের নভেম্বরে তার অ্যাকশন আবার প্রশ্নবিদ্ধ হয়। এবার আন্তর্জাতিক ক্রিকেটে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে। এবারের আগে সবশেষ ২০১৮ পাকিস্তান সুপার লিগে তার অ্যাকশন নিয়ে সংশয় জাগে। সেবারও পরে পেয়ে যান মুক্তি।

আইপিএলে ২০১২ সাল থেকেই টানা কলকাতা দলের অপরিহার্য অংশ হয়ে আছেন নারাইন। জাতীয় দলে নিয়মিত না খেললেও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা প্রবল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি গত বছরের অগাস্টে। সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৬ সালে।


সম্পর্কিত বিষয়:

সুনিল নারাইন কলকাতা স্পিনার

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top