বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ায় ইতিহাস বদলাতে চায় ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪ ১৫:২০

আপডেট:
২ মে ২০২৪ ০৪:৫৯

ফাইল ছবি

অস্ট্রেলিয়ার ঘরের মাঠে আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। মাঠের লড়াইকে সামনে রেখে বেশ আগেভাগে অস্ট্রেলিয়ায় পা রেখেছে উইন্ডিজ। অনুশীলন ক্যাম্পের সঙ্গে ব্র্যাথওয়েটরা খেলেছেন একটি প্রস্তুতি ম্যাচও। এদিকে অজিদের মাটিতে গত ২৭ বছরে ১৬টি টেস্ট খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি ক্যারিবীয় দল। সেই ইতিহাস বদলাতে চান অধিনায়কের দায়িত্ব পাওয়া ক্রেইগ ব্র্যাথওয়েট।

ক্যারিবিয়ান অধিনায়ক আশাবাদী পারফরম্যান্স দিয়ে নিজেদের তুলে ধরতে পারবেন। প্রস্তুতি ম্যাচ শেষে দলের একাদশ কেমন হতে পারে তা নিয়ে পরিষ্কার ধারণা পেয়ে গেছেন আগেভাগেই। মাঠে নামার আগে টেস্ট প্রসঙ্গে ৩১ বর্ষী ব্র্যাথওয়েট বলেছেন, ‘একাদশ নিয়ে মোটামুটি পরিষ্কার। অনুশীলন ক্যাম্পে এবং এই প্রস্তুতি ম্যাচে ছেলেরা যেভাবে নিজেদের মেলে ধরেছে, তাতে আমি খুশি। এখন ব্যাপারটি হল, পরের সপ্তাহের এই সময়টায় ওয়েস্ট ইন্ডিজকে গর্বিত করার।’

প্রথম টেস্টের ভেন্যু অ্যাডিলেড ওভালে লম্বা সময় ধরে অনুশীলন করার সুযোগ পেয়েছে ব্র্যাথওয়েট বাহিনী। বলেছেন, ‘অ্যাডিলেডে লম্বা সময় ধরে অনুশীলন করতে পারা, পিচ, কন্ডিশন ও সবকিছুর সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাওয়া আমাদের জন্য দারুণ। দল হিসেবে আমরা খুবই সন্তুষ্ট। এখানকার সুযোগ-সুবিধা অসাধারণ এবং ছেলেরা তা যতটা সম্ভব ভালোভাবে কাজে লাগিয়েছে।’

টেস্ট খেলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। আগামী ২, ৪ ও ৬ জানুয়ারি যথাক্রমে মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায় তিনটি ম্যাচ হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টিও খেলবে দুই দল।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top