নতুন বছরে ব্রাজিল ম্যাচের দিনক্ষণ
 প্রকাশিত: 
                                                ১ জানুয়ারী ২০২৪ ১৮:৫৭
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৮:৫৪
                                                
                                        দুর্ভাগ্য আর আক্ষেপ নিয়ে ২০২৩ সাল শেষ করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ঘরের মাঠে বাছাইপর্বে ইতিহাসের প্রথম হার, টানা জয়শূন্য থাকা, কোচ নিয়ে অস্থিরতা সবমিলিয়ে বছরটা খুব বেশি ভালো যায়নি তাদের। এরসঙ্গে যুক্ত হয়েছে দলের মূল তারকা নেইমারের লম্বা ইনজুরি।
তবে সবকিছু ছাপিয়ে এবার ব্রাজিলের নজর নতুন বছরের দিকে। আছে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। নয়বারের চ্যাম্পিয়নরা নিশ্চিতভাবেই শিরোপা ফিরিয়ে আনতে চাইবে। চলতি বছর বেশকিছু প্রীতি ম্যাচেও অংশ নেবে সেলেসাওরা।
মার্চে প্রীতিম্যাচ দিয়ে শুরু হবে তাদের নতুন বছরের ব্যস্ততা। মাঝে কোপা আমেরিকা আর বছরের শেষ প্রান্তে ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব দিয়ে শেষ হবে সেলেসাওদের ২০২৪ সাল।
ব্রাজিলের ২০২৪ সালের সূচি
প্রীতি ম্যাচ-
২৩ মার্চ, ২০২৪ ইংল্যান্ড বনাম ব্রাজিল 
৮ জুন, ২০২৪ মেক্সিকো বনাম ব্রাজিল
কোপা আমেরিকা-
২৪ জুন, ২০২৪ ব্রাজিল বনাম প্লে-অফ বিজয়ী 
২৮ জুন, ২০২৪ প্যারাগুয়ে বনাম ব্রাজিল 
২ জুলাই, ২০২৪ ব্রাজিল বনাম কলম্বিয়া
৬ জুলাই, ২০২৪* কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল 
১০ জুলাই, ২০২৪* কোপা আমেরিকা সেমিফাইনাল 
১৩ জুলাই/১৪ জুলাই, ২০২৪* তৃতীয় স্থান নির্ধারণী/ফাইনাল
(নক-আউটে ওঠা সাপেক্ষে )
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ
৫ সেপ্টেম্বর, ২০২৪ ব্রাজিল বনাম ইকুয়েডর 
১০ সেপ্টেম্বর, ২০২৪ প্যারাগুয়ে বনাম ব্রাজিল 
১০ অক্টোবর, ২০২৪ চিলি বনাম ব্রাজিল 
১৫ অক্টোবর, ২০২৪ ব্রাজিল বনাম পেরু
১৪ নভেম্বর, ২০২৪ ভেনিজুয়েলা বনাম ব্রাজিল 
১৯ নভেম্বর, ২০২৪ ব্রাজিল বনাম উরুগুয়ে



                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: