সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


সিরিজ হারলেও হতাশ নন জ্যোতি


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩ ১০:০৭

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১০:২৯

ছবি-সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় দারুণ এক সফরই উপভোগ করেছে বাংলাদেশের মেয়েরা। নারী ক্রিকেটের শক্তিশালী দলের বিপক্ষে টাইগ্রেসদের প্রচেষ্টা ছিল চোখে পড়ার মতোই। প্রোটিয়াদের তাদের মাটিতেই টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে একটি ম্যাচ হারিয়েছে বাংলাদেশ নারী দল। দেশের ক্রিকেটের সাপেক্ষেই যা বেশ বড় এক অর্জন।

টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতা হলেও ওয়ানডে সিরিজটায় অবশ্য ২-১ ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। দুই ফরম্যাটের সিরিজ শেষে গতকাল সোমবার রাতে ঢাকা পৌঁছায় তারা।

বিমানবন্দরে এসেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন অধিনায়ক জ্যোতি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাইগ্রেস দলপতি বলেন, ‘অবশ্যই, দেখুন আমাদের জন্য বড় সুযোগ ছিল। তবুও দলের পারফর্মম্যান্সে আমি হতাশ নই। কারণ সাউথ আফ্রিকার মাটিতে তাদের আমরা প্রথমবারের মতো হারিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে ধারাবাহিকভাবে দুইটা ম্যাচে দুইশর বেশি রান করেছি এটা কিন্তু দলের জন্য বড় অর্জন।’

দক্ষিণ আফ্রিকা সিরিজের বড় অর্জনের খাতায় যোগ হয়েছে ব্যাটারদের রান। ধারাবাহিকভাবে রান এসেছে টাইগ্রেসদের ব্যাটে। জ্যোতির কথাতেও উঠে এসেছে ব্যাটিং প্রসঙ্গ, ‘এটা সবসময় দেখতাম যে আমাদের ব্যাটিংটা নিয়ে প্রশ্ন উঠতো আমরা কেন রান করতে পারছি না কিংবা ব্যাটাররা কেন একটা ছন্দে আসছে না। আমার কাছে মনে ব্যাটারদের জন্য এই সফরে অন্তত অনেক কিছু অর্জনের ছিল।’

এদিকে বিমানবন্দরে জ্যোতিদের আগমনে খুব বেশি সাংবাদিক উপস্থিত ছিলেন না। তবে বেশি সাংবাদিক না থাকা নিয়ে কোনো আক্ষেপ নেই জ্যোতির, ‘আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা আমরা সেখানে মনোযোগ দিতে চাই। এখন মিডিয়া কতটুুকু কাভার করলো, কেন করলো না, কেন আসলো না সেটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নেই। কারণ এটা আমাদের কাজ না। সুতরাং যেটা আমাদের কাজ সেটা নিয়ে আমরা ফোকাস করতে চাই।’


সম্পর্কিত বিষয়:

বাংলাদেশ আফ্রিকা নারী দল

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top