সৌম্যর দলে থাকার কারণ জানালেন হাথুরু
 প্রকাশিত: 
                                                ১৯ ডিসেম্বর ২০২৩ ১১:৫৭
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:০৫
                                                
 
                                        নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগামীকাল নেলসনে মাঠে নামবে দুই দল। এর আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, কথা বলেছেন সৌম্য সরকারকে নিয়ে।
কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলেছেন সৌম্য। দলে তার ভূমিকা ছিল অলরাউন্ডারের। তবে সে ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন তিনি। বল হাতে প্রথমে ৬ ওভারে ৬৬ রান দেয়ার পর ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন তিনি, আউট হন ৪ বলে শূন্য রান করেই।
এমন পারফর্ম্যান্সে দলে সাবেক এই ওপেনারের থাকা নিয়ে প্রশ্ন ওঠেছে। এদিকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হাথুরুসিংহে বলেন, ‘সৌম্যর গত ৫ ম্যাচ নিয়ে বলতে পারি না। এবার এসে ওকে এই কয়দিনই যা দেখলাম। সৌম্যর সমস্যা কী জানি না। সে ঘরোয়া ক্রিকেটে রান করছে। আমাদের এমন কাউকে দরকার যে ব্যাটিং বোলিং দুইটাই করতে পারে। এজন্যই সৌম্যের একাদশে থাকা গুরুত্বপূর্ণ।’
দলে সাকিব আল হাসানের না থাকার প্রসঙ্গ তুলে হাথুরু বলেন, ‘কারণ সাকিব এখানে নেই। ১৫-১৭ বছর ধরে সাকিবে অভ্যস্ত বাংলাদেশ দল। ওকে ছাড়া কম্বিনেশন সাজাতে অনেক কষ্ট হয়। একাদশের জন্য তাই সৌম্য আমাদের অলরাউন্ডারের বিবেচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
তবে দলে সাকিবের অভাব পূরণ করতে ব্যর্থ হয়েছেন সৌম্য। এ বিষয়ে হাথুরু বলেন, ‘সাকিব যা করে সৌম্য তো তা করতে পারবে না। তবে আমরা আশা করি সে ব্যাটিং বোলিংয়ে অবদান রাখবে। আমরা তাকে একজন অলরাউন্ডার হিসেবে দেখতে চাই যে দুই বিভাগেই অবদান রাখতে পারে।’
এদিকে প্রস্তুতি ম্যাচে রিশাদ হোসেন ভালো করলেও তাকে কেন দলে নেয়া হয়নি তার ব্যখ্যাও দিয়েছেন হাথুরু। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা রিশাদকে দলে চেয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু আমাদের ফলাফল ভালো না আর আমরা দেখছি শুরুতে আমাদের উইকেট পড়ছে। তাই একাদশে একজন অতিরিক্ত ব্যাটারকে নিয়েছি আমরা। তবে ভবিষ্যতে রিশাদের মতো একজন লেগ স্পিনানকে অবশ্যই দলে চাই।’
সম্পর্কিত বিষয়:
নিউজিল্যান্ড


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: