বিশ্ব কর্পোরেট ফুটবলে বাংলাদেশ রানার্সআপ
প্রকাশিত:
৮ নভেম্বর ২০২২ ০০:২১
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০০:৪৪

দুবাই স্পোর্টস সিটির ইন্সপায়ারেটাস স্পোর্টস ডিস্ট্রিক্ট মাঠে অনুষ্ঠিত বিশ্ব কর্পোরেট চ্যাম্পস কাপে বাংলাদেশ রানার্সআপ হয়েছে। এই টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে বাংলাদেশের বান্দো ডিজাইন। গতকাল রবিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের বান্দো ১-০ গোলে ওমানের অক্সির কাছে হেরেছে। সেমিফাইনালে বান্দো জর্ডানের দলকে হারিয়েছিল।
এবারের টুর্নামেন্ট বাংলাদেশ বিশেষ মাইলফলকও স্পর্শ করেছে৷ করপোরেট জগতের ফুটবলে বাংলাদেশির মধ্যে এই প্রথম ৪০০ গোলের মাইলফলক অতিক্রম করেন লায়লা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর পরিচালক ইমরানুর রহমান।
এই টুর্নামেন্টে বান্দো ডিজাইন প্রথম ম্যাচে লেবাননের দলের সঙ্গে ৭-২ গোলে জেতে। যেখানে অধিনায়ক ইমরানুর হ্যাটট্রিক করেন। পরের ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নেয় বান্দো বাংলাদেশ। টুর্নামেন্টে চার গ্রুপে ১৬টি দল অংশ নিচ্ছে।
সম্পর্কিত বিষয়:
মাইলফলক
আপনার মূল্যবান মতামত দিন: