শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়লেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২২ ২৩:৫৯

আপডেট:
৩ মে ২০২৪ ২২:০৬

ছবি সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম একাদশে দিনের পর দিন বঞ্চিত করা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। বেঞ্চে বসেই সময় পার করছেন পর্তুগালের মহাতারকা। চলমান ইংলিশ প্রিমিয়ার লিগে এ নিয়ে অষ্টমবার ইউনাইটেডের শুরুর একাদশে উপেক্ষিত থাকলেন রোনালদো।

তবে রোনালদোকে এমন উপেক্ষায় বেশ ক্ষুব্ধ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। যার জেরে এবার খেলা শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন।

বুধবার (১৯ অক্টোবর) ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যামের বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় পেয়েছে ম্যানইউ। ৪৭ মিনিটে প্রথম গোলটি করেন ফ্রেড, ৬৯ মিনিটে দ্বিতীয় গোল ফার্নান্দেজের। তবে এদিন শেষের দিকেও রোনালদোকে মাঠে নামাননি কোচ টেন হাগ।

যদিও ম্যাচের একপর্যায়ে তাকে বেঞ্চ থেকে উঠে গা গরমও করতে দেখা যায়। ইউনাইটেড কোচ এরিক টেন হাগের হাতে তখনো দুটি বদলির সুযোগ। ৮৭ মিনিটে দুটি বদলিই করেন তিনি। উঠিয়ে নেন কাসেমিরো আর জেডন সানচোকে। বদলি করে মাঠে পাঠান অ্যান্থনি এলাঙ্গা আর ক্রিস্টিয়ান এরিকসেনকে। রোনালদো পড়ে থাকেন টাচলাইনের বাইরেই।

তবে এমন উপেক্ষা মেনে নিতে পারেননি রোনালদো। ৮৯ মিনিটের সময় তাকে বেঞ্চ ছেড়ে টানেল দিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। স্পষ্টতই কোচের সিদ্ধান্ত পছন্দ না হওয়ার বহিঃপ্রকাশ।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমে টেন হাগ অবশ্য বলেন, ‘এ বিষয়টিতে আমি আজ মনোযোগ দিতে চাই না। আগামীকাল দেখব।’

এর আগে টেন হাগের অধীন গত জুলাইয়ে রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠ ছেড়েছিলেন রোনালদো। তখন অবশ্য রোনালদোর মাঠ ছেড়ে যাওয়ার আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছিলেন।


সম্পর্কিত বিষয়:

ম্যানচেস্টার ইউনাইটেড

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top