মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১


বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২২ ০১:৫৩

আপডেট:
২১ মে ২০২৪ ১৫:০০

ছবি সংগৃহীত

বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ। ম্যাচ শুরুর ৩০ মিনিট আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ আর কিছুক্ষণ পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে ব্রিসবেনের আকাশে মেঘের ঘনঘটা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আর যে কারণে ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব হয়নি। একই দিনে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে।

বুধবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুর হওয়ার কথা ছিল। তবে বৃষ্টিতে ভেস্তে গেল টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচটি।

বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শোচনীয় হারের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিই নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ ছিল। শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেওয়া তো দূরের কথা, ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্স দুশ্চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের।

টপঅর্ডারের দুর্দশা যে কিছুতেই কাটছে না। ওপেনিংয়ে একের পর এক পরীক্ষা চালিয়েও মেলানো যাচ্ছে না কম্বিনেশন। মিরাজ-সাব্বিরকে দিয়ে চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত সাব্বিরকে ছুড়ে ফেলতে হয়েছে। জায়গাটা পেয়ে এখনো খুব ভালো কিছু করে দেখাতে পারেননি স্ট্যান্ডবাই তালিকা থেকে চূড়ান্ত দলে ঢুকে পড়া সৌম্য সরকারও।

আশার কথা, আফগানদের বিপক্ষে না খেললেও এই ম্যাচে ফেরার সম্ভাবনা ছিল লিটন দাসের। বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ না থাকায় টিম কম্বিনেশন করতে এটাই শেষ সুযোগ বাংলাদেশের জন্য। তাই সেরা একাদশ নিয়েই এই ম্যাচে বাংলাদেশ মাঠে নামার ইঙ্গিত দিয়েছিল।


সম্পর্কিত বিষয়:

দক্ষিণ আফ্রিকা

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top