রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


সৌম্য ও লিটনের ঝড়ে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৪৮ রানে হারাল বাংলাদেশ


প্রকাশিত:
১০ মার্চ ২০২০ ১৯:১২

আপডেট:
১০ মার্চ ২০২০ ২১:৫৫

ফাইল ছবি

সময় নিউজ: লিটন দাস আর সৌম্য সরকারের ব্যাটে ঝড় উঠেছিল। যে ঝড়ের বদৌলতে স্কোরবোর্ডে বাংলাদেশের রান জমা হয় ২০০। তাদের সঙ্গে সৌম্যর দুর্ধর্ষ ব্যাটিং-ফিল্ডিং মিলিয়ে টি-টোয়েন্টির ‘পারফেক্ট প্যাকেজ’ হয়ে উঠলো বাংলাদেশ। মিরপুরের প্রথম টি-টোয়েন্টিতে দাঁড়াতেই দেয়নি জিম্বাবুয়েকে।

জয়ের জন্য ২০১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের পেসার মোস্তাফিজের আগুনে বোলিং এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের মায়াবি ঘূর্ণির ফাঁদে পড়ে জিম্বাবুইয়ানরা অলআউট হয়ে গেলো ১৫২ রানে। আধিপত্য বিস্তার করা ম্যাচটি স্বাগতিকরা জিতেছে ৪৮ রানে।

গত বছর ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জিতেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। এরপর টানা চার ম্যাচ হেরেছে বাংলাদেশ। দুটি ভারতের কাছে এবং অন্য দুটিতে পাকিস্তানের কাছে। অবশেষে জিম্বাবুয়েকে ডেকে এনে টি-টোয়েন্টিতে জয়ের দেখা পেলো বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান এবং আমিনুল ইসলাম বিপ্লব নেন ৩টি করে উইকেট। একটি করে উইকেট নেন শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন এবং আফিফ হোসেন ধ্রুব।

২০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জিম্বাবুয়ে ইনিংসে আঘাত হানেন শফিউল ইসলাম। সফরকারীদের ওপেনার ব্রেন্ডন টেলরকে ফিরিয়ে দেন ১ রানেই। দলীয় রান তখন তাদের ১১। এরপর ক্রেইগ আরভিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান। ওয়েসলি মাধেভিরে রান আউট হয়ে যান ৪ রান করে। দলীয় ৬৯ রানের মাথায় তিনাসে কামুনহুকামুয়ে আউট হন ব্যক্তিগত ২৮ রানে। জিম্বাবুয়ে ইনিংসে তিনিই সর্বোচ্চ সংগ্রাহক। অধিনায়ক শন উইলিয়ামস আউট হন ২০ রান করে।

সিকান্দার রাজা করেন ১০ রান, রিচমন্ড মুতুম্বামি করেন ২০ রান। মুতুমবোদজি ২ রানে, ডোনাল্ড তিরিপানো আউট হন ২০ রান করে। চার্ল মুম্বা করেন ২৫ রান।


সম্পর্কিত বিষয়:

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top