বুধবার, ১লা মে ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


৪ বছরে চার ক্রিকেট বিশ্বকাপ!


প্রকাশিত:
২১ জুলাই ২০২০ ১৭:০৯

আপডেট:
১ মে ২০২৪ ২১:৩২

ছবি: সংগৃহীত

করোনার আগ্রাসনে এক বছর পেছানো হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপ। এমন খবরে যারা কষ্ট পেয়েছেন তাদের জন্য সুসংবাদও আছে। আগামী ৪ বছরে টানা ৪টি ক্রিকেট বিশ্বকাপ উপভোগ করতে পারবেন তারা!

সাধারণত বিশ্বকাপ আসে ৪ বছর পর একবার। দীর্ঘ প্রতীক্ষার পর দেখা মেলে বিশ্ব আসরের। ওয়ানডে বিশ্বকাপের ক্ষেত্রে সেই নিয়মই থাকছে। তবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ২ বছর পরপর অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। সে হিসাবেই চলতি বছরের পর ২০২২ সালে আরেকটি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এক বছর পিছিয়ে আগামী বছর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ১৪ নভেম্বর হবে আসরের ফাইনাল। এরপর ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে হবে পূর্বনির্ধারিত টি-টুয়েন্টি বিশ্বকাপ। ১৩ নভেম্বর হবে এই বিশ্বকাপের ফাইনাল।

২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ২৬ নভেম্বর হবে আসরের ফাইনাল ম্যাচ। এরপর ২০২৪ সালেই আবারো আয়োজিত হওয়ার কথা টি-টুয়েন্টি বিশ্বকাপ। তবে আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপিতে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top