বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫, ৩রা পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


কাউকে গুনাহের কাজে সহযোগিতা করার ক্ষতি


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৫ ১৭:২৭

আপডেট:
১৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৯

ফাইল ছবি

যে ব্যক্তি অপরকে পাপকাজে লিপ্ত করতে অনুপ্রাণিত করে অথবা অন্যকে পাপকাজে সাহায্য করে, সেও আসল পাপীর মতো অপরাধী।

হজরত আবু হুরায়রা ও আনাস ইবনে মালিক (রা.) বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি নেক আমলের প্রতি মানুষকে দাওয়াত দেয়, যত লোক তার দাওয়াতের কারণে নেক আমল করবে, তাদের সবার আমলের সওয়াব দাওয়াতদাতার আমলনামায় ও লেখা হবে এবং নেক আমলকারীদেরদ সওয়াব মোটেই হ্রাস করা হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি পথভ্রষ্টতা ও পাপ কাজের প্রতি দাওয়াত দেয়, যত লোক তার দাওয়াতের ফলে এই পাপকাজে লিপ্ত হবে, তাদের সবার পাপভার এই দাওয়াতদাতার ঘাড়েও চাপবে এবং আসল পাপীদের পাপ মোটেই হ্রাস করা হবে না। (কুরতুবী)

পবিত্র কোরআনে আল্লাহর প্রতি অবিশ্বাসী কাফেরদের সম্পর্কে বল হয়েছে, তারা ঈমানদেরকে পাপের প্রতি উদ্বুদ্ধ করে বলতো, তোমরা পাপ করো, কিয়ামতের দিন আমরা তোমাদের পাপের বোঝা বহন করবো। কিন্তু বিষয়টি কখনো এমন নয়। কিয়ামতের বিভীষিকার সামনে এমন কিছু করার ক্ষমতা থাকবে না তাদের।

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, আর কাফিররা মুমিনদেরকে বলে, তোমরা আমাদের পথ অনুসরণ কর তাহলে আমরা তোমাদের পাপভার বহন করব। কিন্তু ওরা তো তাদের পাপভারের কিছুই বহন করবে না। নিশ্চয় তারা মিথ্যাবাদী।

তারা তো বহন করবে নিজেদের ভার এবং নিজেদের বোঝার সাথে আরো কিছু বোঝা; আর তারা যে মিথ্যা রটনা করত সে সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই তাদেরকে প্রশ্ন করা হবে। (সুরা আনকাবুত, আয়াত : ১২-১৩)

অর্থাৎ কাফেররা মুসলিমদেরকে বলত, তোমরা অহেতুক আখেরাতে শাস্তির ভয়ে আমাদের পথে চলছ না। আমরা কথা দিচ্ছি, যদি তোমাদের কথাই সত্য হয় যে, আমাদের পথে চললে আখেরাতে শাস্তি পেতে হবে, তবে তোমাদের পাপভার আমরাই বহন করব। যা কিছু শাস্তি হবে, আমাদেরই হবে।

সাধারণ মুসলিমদের সাথে কাফেরদের এমন ধরনের উক্তির জবাবে আল্লাহ তায়ালা বলছেন, যারা এমন বলে তারা সম্পূর্ণ মিথ্যাবাদী। আখেরাতের ভয়াবহ আজাব দেখে তারা তাদের পাপভার বহন করবে না। কাজেই তাদের এই প্রতিশ্রুতি মিথ্যা।

তাছাড়া মুসলিমদের পাপের ভার বহন করে তারা তাদেরকে মুক্ত করে দেবে- একথা তো ভ্রান্ত ও মিথ্যা। আর তারা যাদেরকে ভ্রান্ত করে এই পাপভারও তাদের কাধে চাপিয়ে দেওয়া হবে। ফলে তারা নিজেদের পাপভারও বহন করবে এবং যাদের বিভ্রান্ত করেছিল, তাদের পাপভারও এক সাথে বহন করবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top