শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫, ২৯শে অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


ভুলে দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে গেলে করণীয় কী?


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৫ ১২:৫৪

আপডেট:
১৩ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৩

প্রতীকী ছবি

বিতর নামাজে সুরা ফাতিহা ও অন্য সুরা পড়ার পর দোয়ায়ে কুনুত পড়তে হয়। এরপর রুকু সিজদা ও বৈঠকের মাধ্যমে পুরো নামাজ শেষ করতে হয়। বিতর নামাজের তৃতীয় রাকাতে কেউ ভুলে দোয়ায়ে কুনুত না পড়ে রুকুতে চলে গেলে করণীয় কী?

আলেমদের মতে, বিতর নামাজে দোয়ায়ে কুনুত না পড়ে ভুলে রুকুতে চলে গেলে দোয়া কুনুতের জন্য আর ফিরে আসবে না। বরং বাকি নামায স্বাভাবিকভাবে পড়ে সাহু সিজদা করবে।

অবশ্য কেউ যদি রুকু থেকে ফিরে এসে দোয়া কুনুত পড়ে তাহলে নামাজ নষ্ট হবে না। যদিও এমনটি করা অনিয়ম। তবে এক্ষেত্রে তাকে পুনরায় রুকু করতে হবে না।

আর পুনরায় দোয়া কুনুত পড়া হোক বা না হোক উভয় অবস্থায় সাহু সিজদা করতে হবে। কারণ বিতর নামাজে রুকুর পূর্বে দোয়া কুনুত পড়া ওয়াজিব।

আর দোয়া কুনুত না পড়ে রুকুতে চলে গেলে কুনুত পড়ার সময় শেষ হয়ে যায় এবং ওয়াজিব ছুটে যাওয়ার কারণে সাহু সিজদা করা আবশ্যক হয়ে যায়। তাই রুকু থেকে ফিরে এসে কুনুত পড়া নিয়মসম্মত নয়।

বাংলা উচ্চারণ ও অর্থসহ দোয়া কুনুত তুলে ধরা হল

দোয়া কুনুত আরবি :

اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়ানু’মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানা’বুদু ওয়ালাকা নুছল্লি, ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক্।

অনুবাদ : হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই। তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করিআর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top