মানুষের পাশে দাঁড়াতে এবার রাজনীতিতে আসছেন খাজা?
প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৫
আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৮

ক্রিকেট ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন উসমান খাজা। খুব বেশি দিন আর মাঠের ক্রিকেটে দেখা যাবে না এই অজি ওপেনারকে। ইতোমধ্যেই ভবিষ্যতের পরিকল্পনাও করতে শুরু করেছেন তিনি। চাকরির পাশাপাশি রাজনীতিতে আসারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
খাজার বয়স এখন ৩৮ বছর। আগামী অ্যাশেজই তার শেষ সিরিজ কি না তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এর পরেই ধারাভাষ্যে যোগ দিতে পারেন তিনি। ‘ফক্স ক্রিকেট’-এর সঙ্গে চুক্তি হয়েছে তার। খাজা পাশে পাবেন অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক ওয়, ডেভিড ওয়ার্নার এবং ব্রেট লির মতো সাবেকদের।
নিয়মিতই নানা সামাজিক কাজে দেখা যায় খাজাকে। তাই রাজনীতিতেও আসতে পারেন। সম্প্রতি প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের সঙ্গে দেখা করেছেন বলে জানা গেছে। গাজার মানুষের কষ্ট এবং ইসরায়েলের সেনার হাতে হাজার হাজার শিশুর হত্যা নিয়ে তাদের আলোচনা হয়েছে। খাজা চান, ইসরায়েলের প্রতি আরও বেশি ব্যবস্থা নেওয়া হোক এবং গাজায় আরও ত্রাণ পাঠানো হোক।
খাজা বলেছেন, 'ওরা শিশু। একজনের মৃত্যুই যথেষ্ট উদ্বেগের। তা সত্ত্বেও সরকার ৮৮২৬ কোটি টাকা সাহায্য করেছে ইউক্রেনকে। কিন্তু গাজার মানুষ সাহায্য পেয়েছে ১১৪৭ কোটি টাকার।'
অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের জন্ম পাকিস্তানে। তিনি চান, আগামী দিনে অস্ট্রেলিয়া হয়ে উঠুক বহু সংস্কৃতির দেশ। তিনি বলেছেন, 'পশ্চিম সিডনিতে বেড়ে ওঠার সময় কঠিন সমস্যা পেরিয়ে আসতে হয়েছে। অস্ট্রেলীয় হওয়ার জন্য যদি অস্ট্রেলীয়দের থেকেই কটাক্ষ শুনতে হয় তার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আমি শ্বেতাঙ্গ নই। তার মানে এই নয় যে আমি অস্ট্রেলীয় নই। সারা জীবন আমাকে এই পরিস্থিতি সামলাতে হয়েছে।'
রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে খাজা বলেছেন, 'প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি কথা বলতে পেরে আমি খুশি। আগামী দিনেও সম্পর্ক রাখতে চাই। তাই কী কথা হয়েছে সেটা প্রকাশ্যে বলতেই চাই না। তবে গাজার শিশুমৃত্যু নিয়ে তার সঙ্গে কথা হয়েছে। মানুষ বলে খেলাধূলার সঙ্গে রাজনীতি মেলানো উচিত নয়। কিন্তু ক্রিকেটের সূত্রেই অনেক রাজনীতিবিদকে চিনতে পেরেছি। রাজনীতিতে যোগ দেব কি না, তা নিয়ে হ্যাঁ বা না কিছুই এখন বলছি না। এখনও নিশ্চিত নই।'
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: