বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫, ২৬শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


এশিয়া কাপের মধ্যে ৩৫ লাখের কলা কেলেঙ্কারি! বোর্ডকে নোটিস


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০২

আপডেট:
১০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩৬

ছবি ‍: সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নোটিস পাঠাল উত্তরাখন্ড হাইকোর্ট। উত্তরাখন্ড রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জানা গিয়েছে, কলা কেনার জন্য উত্তরাখন্ড সংস্থা ৩৫ লক্ষ টাকা খরচ করেছে। প্রকাশ্যে এসেছে আরও কিছু আর্থিক দুর্নীতি।

মঙ্গলবার একক বেঞ্চের বিচারপতি মনোজ কুমার তিওয়ারি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-কে নোটিশ জারি করেন। যেখানে বলা হয়েছে রাজ্য সরকার কর্তৃক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য বরাদ্দ ১২ কোটি টাকার অপব্যবহারের তদন্ত জরুরি। এমনটায় জানায়, ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

এই মামলার সূত্রপাত করেন দেহরাদুনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত সহ একাধিক আবেদনকারী। তাঁদের দাবি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ উত্তরাখণ্ড বযে হিসাব জমা দিয়েছে, তাতে একাধিক অস্বচ্ছ ব্যয়ের প্রমাণ মিলেছে।

সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য, ৩৫ লাখ টাকা শুধু ‘খেলোয়াড়দের জন্য কলা’ কেনার পিছনে খরচ দেখানো হয়েছে! এই হিসাব দিয়েছে উত্তরাখণ্ড ক্রিকেটের জন্য নিয়োগ করা এক বহিরাগত সিএ (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট)।

এখানেই শেষ নয়। ৬.৪ কোটি খরচ দেখানো হয়েছে ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’-এর নামে। ২৬.৩ কোটি ব্যয় হয়েছে টুর্নামেন্ট ও ট্রায়াল সংক্রান্ত খাতে, যা গত বছর ছিল ২২.৩ কোটি।

আবেদনকারীদের আরও অভিযোগ, ক্রিকেটারদের জন্য প্রতিশ্রুত সুযোগ-সুবিধা বাস্তবে কখনওই দেওয়া হয়নি। অথচ ব্যয়ের খাতায় বিপুল অঙ্কে অর্থের হিসাব দেখানো হয়েছে। যা প্রমাণ করে অর্থ আত্মসাতের চেষ্টা।

ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) নোটিস পাঠাল উত্তরাখন্ড হাইকোর্ট। উত্তরাখন্ড রাজ্য ক্রিকেট সংস্থায় আর্থিক দুর্নীতি কাণ্ডে তদন্তের জন্য বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জানা গিয়েছে, কলা কেনার জন্য উত্তরাখন্ড সংস্থা ৩৫ লক্ষ টাকা খরচ করেছে। প্রকাশ্যে এসেছে আরও কিছু আর্থিক দুর্নীতি।

মঙ্গলবার একক বেঞ্চের বিচারপতি মনোজ কুমার তিওয়ারি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-কে নোটিশ জারি করেন। যেখানে বলা হয়েছে রাজ্য সরকার কর্তৃক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য বরাদ্দ ১২ কোটি টাকার অপব্যবহারের তদন্ত জরুরি। এমনটায় জানায়, ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

এই মামলার সূত্রপাত করেন দেহরাদুনের বাসিন্দা সঞ্জয় রাওয়াত সহ একাধিক আবেদনকারী। তাঁদের দাবি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ উত্তরাখণ্ড বযে হিসাব জমা দিয়েছে, তাতে একাধিক অস্বচ্ছ ব্যয়ের প্রমাণ মিলেছে।

সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য, ৩৫ লাখ টাকা শুধু ‘খেলোয়াড়দের জন্য কলা’ কেনার পিছনে খরচ দেখানো হয়েছে! এই হিসাব দিয়েছে উত্তরাখণ্ড ক্রিকেটের জন্য নিয়োগ করা এক বহিরাগত সিএ (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট)।

এখানেই শেষ নয়। ৬.৪ কোটি খরচ দেখানো হয়েছে ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’-এর নামে। ২৬.৩ কোটি ব্যয় হয়েছে টুর্নামেন্ট ও ট্রায়াল সংক্রান্ত খাতে, যা গত বছর ছিল ২২.৩ কোটি।

আবেদনকারীদের আরও অভিযোগ, ক্রিকেটারদের জন্য প্রতিশ্রুত সুযোগ-সুবিধা বাস্তবে কখনওই দেওয়া হয়নি। অথচ ব্যয়ের খাতায় বিপুল অঙ্কে অর্থের হিসাব দেখানো হয়েছে। যা প্রমাণ করে অর্থ আত্মসাতের চেষ্টা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top