যেভাবে রাজনীতিবিদ প্রিয়ার সঙ্গে প্রেম ও বিয়ের পথে রিংকু সিং
প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৫ ১২:১৫
আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১৭:০১

ভারতের লোকসভার দ্বিতীয় সর্বকনিষ্ঠ সদস্য ও আইনজীবি প্রিয়া সরোজের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হয়েছে ভারতীয় তরুণ ক্রিকেটার রিংকু সিংয়ের। ১৮ নভেম্বর দুজন গাঁটছড়া বাঁধবেন বলে খবর ছড়ালেও, পরে সেটি পিছিয়ে আগামী বছরে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে রাজনীতিবিদ প্রিয়ার সঙ্গে রিংকুর পরিচয় ও প্রেম সেটাই এবার সামনে আনলেন এই ভারতীয় তারকা।
সংবাদমাধ্যম নিউজ২৪–কে দেওয়া এক সাক্ষাৎকারে রিংকু জানিয়েছেন, ইনস্টাগ্রামে প্রিয়ার সঙ্গে তার পরিচয়। শুরুতে একে অপরকে চিনতেন না। পরিচয়ের পর ধীরে ধীরে প্রেম হয় তাদের। ছবি দেখে ভালো লাগলেও প্রথমে কথা বলতে ইতস্তত ছিলেন ২৭ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার, ‘২০২২ সালে কোভিডের সময় আমার অনুরাগীদের একটি পেজে আমার বোন ওর কিছু ছবি পোস্ট করে। আমি সেই ছবিতে লাইক করি। প্রথম দেখাতেই ওকে ভাল লেগেছিল। ভেবেছিলাম কথা বলি। কিন্তু তারপর মনে হয়েছিল, সেটা ঠিক হবে না।’
পরে সেই দ্বিধার দেয়াল ভাঙলো প্রিয়া সরোজের কল্যাণে। সমাজবাদী দলের এই সংসদ সদস্য রিংকুর কয়েকটি ছবিতে লাইক দিয়েছিলেন। তারপরই কথা শুরু হয় তাদের। রিংকু জানান, ‘সে যখন আমার কয়েকটা ছবিতে লাইক দিলো, তখন আমি সাহস করে মেসেজ করি। সেই থেকে শুরু। তারপর আমাদের নিয়মিত কথা হতে লাগল। ২০২২ সাল থেকেই আমি ওকে ভালবাসি। তবে মনের কথা জানাতে একটু সময় লেগে যায়। আমি ভাগ্যবান যে ওর মতো একজনকে জীবনে পেয়েছি।’
রিংকুর সঙ্গে পরিচয় ও কথাবার্তার মাঝেই সংসদ সদস্য হয়েছেন প্রিয়া। যে কারণে প্রথম দিককার মতো কথার ফুলঝুরি কমে আসে দুজনের। রিংকু বলেন, ‘শুরুতে আমরা খুব গল্প করতাম। কিন্তু এখন তা অনেক কমে গেছে। ওর অনেক কাজ থাকে। গ্রামে যায়, সেখানকার মানুষের কথা শোনে। ওদের সাহায্য করে। পাশাপাশি সংসদেও যেতে হয়। সংসদ সদস্য ও রাজনীতিবিদ হিসেবে সারাদিনই ব্যস্ত থাকতে হয় ওকে। ওর ইনস্টাগ্রামে গেলেই সেটা বোঝা যায়। সকালে বাড়ি থেকে বেরিয়ে রাতে ফেরে। তাই আমাদের গল্প আর তেমন হয় না। রাতেই যা একটু কথা হয়।’
গত ৮ জুন বাগ্দান হয় রিংকু এবং প্রিয়ার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, অভিনেত্রী জয়া বচ্চন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা, ক্রিকেটার ভুবনেশ্বর কুমারের মতো ব্যক্তিত্বরা। সে সময়ই জানা গিয়েছিল ১৮ নভেম্বর বিয়ে হবে রিংকু-প্রিয়ার। বারাণসীর একটি বিলাসবহুল হোটেল ওই দিনের জন্য ভাড়া করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে। এখন বিয়ে পিছিয়ে গেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে। যদিও নতুন দিনক্ষণ এখনও জানা যায়নি। নভেম্বরে ভারতের সিরিজ থাকায়-ই ওই সিদ্ধান্ত।
উত্তরপ্রদেশের জৌনপুর জেলার মাছলীশহর থেকে সমাজবাদী দল থেকে ভোটে জিতে লোকসভার সদস্য হন প্রিয়া। নয়ডার এক বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক পাশ করেছেন তিনি। প্রিয়ার বাবা ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই রিংকুর সঙ্গে প্রিয়ার পরিচয় হয় বলে ভারতীয় গণমাধ্যমের খবর। দুই পরিবারও তাদের সম্পর্ক মেনে নেয়। ২৬ বছর বয়সী প্রিয়া নারী সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে কম বয়সী। অন্যদিকে, রিংকু ভারতের হয়ে ৩৩টি টি-টোয়েন্টি এবং দু’টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ফিনিশার হিসেবেও সক্ষমতা দেখিয়েছেন জাতীয় দল ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের হয়ে। সেপ্টেম্বরে আসন্ন এশিয়া কাপের দলেও জায়গা পেয়েছেন রিংকু।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: