শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৮ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


কেইনের ১৪ মিনিটের হ্যাটট্রিকে বড় জয়ে বায়ার্নের মৌসুম শুরু


প্রকাশিত:
২৩ আগস্ট ২০২৫ ১১:১৬

আপডেট:
২৩ আগস্ট ২০২৫ ১৬:৫৯

ছবি ‍সংগৃহিত

বায়ার্ন মিউনিখের জার্সিতে নবমবারের মতো হ্যাটট্রিক করলেন ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। যদিও তার তিনটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে, তাও আবার মাত্র ১৪ মিনিটের মাঝে। কেইন-লুইস দিয়াজদের দাপুটে পারফরম্যান্সে আরবি লাইপজিগকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় গতকাল (শনিবার) রাতে খেলতে নামার আগে ছোট স্কোয়াড নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিল বাভারিয়ানরা। মৌসুম শুরুর আগে তারা বেশ চাপে ছিল। গ্রীষ্মকালীন দলবদলে একাধিক ফরোয়ার্ডকে হারিয়েছে বায়ার্ন। তবে বড় জয় দিয়ে শুরু করে তারা শিরোপা ধরে রাখার প্রত্যয়–ই আবার জানান দিলো। কেইনের হ্যাটট্রিক ছাড়াও মাইকেল ওলিসে দুটি এবং দিয়াজ একটি গোল করেছেন।

আরবি লাইপজিগের ওপর বল পজেশন থেকে শট সবদিকেই আধিপত্য দেখিয়েছে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ৬৩ শতাংশ বল দখলের পাশাপাশি ১৯টি শট নিয়ে ১০টিই বায়ার্ন লক্ষ্যে রেখেছিল। প্রথমার্ধে ওলিস দুটি গোল করেন। ২৭ মিনিটে প্রথম ডেডলক ভেঙে বায়ার্নকে লিড পাইয়ে দেন এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার। মাঝে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান লিভারপুল ছেড়ে বাভারিয়ান শিবিরে যোগ দেওয়া লুইস দিয়াজ। বিরতিতে যাওয়ার মিনিট তিনেক আগে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ওলিসে।

বায়ার্ন বড় ব্যবধানে জিতবে অথচ হ্যারি কেইন গোল পাবেন তা অকল্পনীয়! প্রথমার্ধে গোল না পাওয়ার আক্ষেপ ঘোচালেন একেবারে হ্যাটট্রিক করে। তাও আবার ৬৪ থেকে ৭৭–এই ১৪ মিনিটে। মৌসুমের প্রথম ম্যাচে এত দ্রুততম হ্যাটট্রিক সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৭১ সালে। ওই বছরের ১৪ আগস্ট শালকের কিংবদন্তি ক্লাউস ফিশার হ্যানোভারের বিপক্ষে চার গোল করেছিলেন, যার মধ্যে শেষ তিনটি গোল এসেছিল মাত্র ১২ মিনিটে।

২০২৩ সালে টটেনহ্যাম থেকে বায়ার্নে যোগ দিয়েছিলেন কেইন। আর এরই মাঝে বাভারিয়ানদের জার্সিতে তিনি নবম হ্যাটট্রিক পেয়ে গেলেন। ইংলিশ তারকা শেষ মুহূর্তে বদলি হয়ে মাঠ ছাড়ার সময় দর্শকদের করতালিতে সিক্ত হন। ৭৭ মিনিটে তার করা দলের ষষ্ঠ গোলটিই ছিল লাইপজিগের কফিনে শেষ পেরেক। ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top