বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


এমবাপের জোড়া গোলে বড় জয় রিয়ালের


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২৫ ১৬:০৯

আপডেট:
১৩ আগস্ট ২০২৫ ২২:৪২

ছবি সংগৃহীত

প্রাক-মৌসুম প্রস্তুতিতে মাঠে নেমেই রাজত্বের বার্তা দিল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে অস্ট্রিয়ার ক্লাব তিরোলকে ৪-০ গোলে উড়িয়ে দিলো ইউরোপের রাজারা। কিলিয়ান এমবাপে করলেন জোড়া গোল, একটি করে গোল পেলেন মিলিতাও ও রদ্রিগো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিল মাদ্রিদ। মাত্র ৮ মিনিটেই গোলের সম্ভাবনা তৈরি করেছিলেন আরদা গুলার। দুর্দান্ত এক শটে কাঁপিয়েছিলেন পোস্ট। এরপর চুয়ামেনি ও গুলারের আরও একটি প্রচেষ্টা দুর্দান্তভাবে রক্ষা করেন তিরোল গোলকিপার অ্যাডাম স্টেজকাল। তবে ১০ মিনিটেই গোলের খাতাও খুলে মাদ্রিদ। ব্রাহিম দিয়াজের ডান দিক থেকে ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন এদার মিলিতাও। বলটি গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঢুকে পড়ে পোস্টের এক কোণ দিয়ে।

এর মাত্র ৩ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। গুলারের নিখুঁত পাসে ডান পায়ে জোরালো শটে বল জড়ান জালে। গোলরক্ষকের সেখানে কিছুই করার ছিল না।দ্বিতীয়ার্ধের শুরুতেও গুলার আরও একবার বল পোস্টে মারেন। এরপর ৫৯ মিনিটে আবারও গোল করে ব্যবধান বাড়ান এমবাপে। চুয়ামেনির থ্রু পাসে দারুণ গতিতে ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যান, গোলরক্ষক এগিয়ে আসলেও ঠান্ডা মাথায় তাঁকে কাটিয়ে অ্যাঙ্গেল থেকে বল পাঠান ফাঁকা জালে।

৬৯ মিনিটে তিরোলের একমাত্র উল্লেখযোগ্য সুযোগটি সহজেই ঠেকান মাদ্রিদ গোলকিপার। এরপর ৮১ মিনিটে ম্যাচের শেষ গোলটি করেন রদ্রিগো। এমবাপ্পের পাস পেয়ে বক্সের বাঁ দিক থেকে নিখুঁত ফিনিশে বল পাঠান গোলের নিচু কোনায়।

২০২৪-২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ইতিহাসের সেরা অভিষেক মৌসুম কাটানো এমবাপ্পে নতুন মৌসুম শুরুর আগেও দেখিয়ে দিলেন, তাঁর ক্ষুধা এখনো কমেনি। এই ম্যাচেও ৩টি শট থেকে করেছেন ২ গোল, করিয়েছেন একটিও। ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে লা লিগা অভিযানে নামার আগে দারুণ ফর্মে দেখা গেল জাবি আলোনসোর দলকে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top