শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


এশিয়া কাপ দেখার সুযোগ নাও পেতে পারেন পাকিস্তানের অধিবাসীরা


প্রকাশিত:
২ আগস্ট ২০২৫ ১৭:৪০

আপডেট:
২৪ অক্টোবর ২০২৫ ১৩:২১

ছবি সংগৃহীত

বেশ নাটকীয়তা শেষে চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের সূচি। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো জটিলতা শেষ হয়নি। এবার নিজ দেশে খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। যে সমস্যা না মিটলে পাকিস্তানের দর্শকরা হয়তো নিজ দেশে থেকে এশিয়া কাপ উপভোগ করতে পারবেন না।

মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর চাপ তৈরি করেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি। ২০৩১ সাল পর্যন্ত এই প্রতিযোগিতার সম্প্রচারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে ১৪৮০ কোটি টাকা দিতে হবে তাদের। পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচারের জন্য তারা এই চুক্তির ২৫ শতাংশ অর্থাৎ ৩৭০ কোটি টাকা দাবি করেছে। তাতেই সমস্যা বেড়েছে।

এত দিন পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচারের জন্য মোট চুক্তির ১০ শতাংশ দেওয়া হতো। সেটা এক ধাক্কায় ১৫ শতাংশ বেড়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদন, এই টাকার চাপ পাকিস্তানের পক্ষে সামলানো মুশকিল। পিসিবির একটি সূত্র বলেছেন, এই পরিস্থিতিতে পাকিস্তানের সব সম্প্রচারকারী চ্যানেলকে এক জায়গায় আসতে হবে।

অর্থাৎ, পাকিস্তানের সব চ্যানেল মিলে একসঙ্গে একটাই চ্যানেলে এশিয়া কাপ সম্প্রচার করতে হবে। না হলে প্রতিযোগিতার সম্প্রচারের দৌড় থেকে বেরিয়ে আসতে হবে। আর এমনটা হলে পাকিস্তানে এশিয়া কাপ সম্প্রচার করা যাবে না।

সম্প্রচারকারীদের এই দাবি ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক আরও খারাপ করতে পারে। সূত্রটি বলেছে, ভারতীয় সম্প্রচারকারী সংস্থা জুয়া খেলছে। এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। এতে হিতে বিপরীত হতে পারে। যদি তেমনটা হয় তা হলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরও খারাপ হবে।

তবে এখনো এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিষয়ে কিছু জানায়নি। শেষ পর্যন্ত এশিয়া কাপ হলেও ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। পেহেলগামে দুর্বৃত্তদের হামলা এবং পরবর্তী দুই দেশের সামরিক যুদ্ধ সম্পর্ক আরও উত্তপ্ত হয়েছে।

এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসির কাছে বড় প্রতিযোগিতায় ভারত-পাকিস্তানকে এক গ্রুপে না ফেলতে আবেদন করেছিল। তবুও এশিয়া কাপে তাদের এক গ্রুপে রাখা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর সেই ম্যাচ হওয়ার কথা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top