শনিবার, ১৯শে জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


হ্যাটট্রিক ব্যালন ডি’অর জয়ীর বাসায় দুর্ধর্ষ চুরি, খোয়া গেল ২০ পুরস্কার


প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫ ১৭:২৭

আপডেট:
১৯ জুলাই ২০২৫ ২৩:১৫

ছবি সংগৃহীত

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা উয়েফার সাবেক সভাপতি এবং ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনির বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে তিনবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার অন্তত ২০টি মেডেল ও ট্রফি খোয়া গেছে। মার্শেইয়ের পূর্বাঞ্চলে অবস্থিত শহর কাসিসে এই ঘটনা ঘটে।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপের এক প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার(১৮ জুলাই) ভোর সাড়ে ৫টায় বুচেস-ডু-রোন এলাকায় অবস্থিত প্লাতিনির বাসায় চুরি হয়েছে। ওই সময় সাবেক এই ফরাসি তারকার অন্তত ২০টি মেডেল ও ট্রফি খোয়া যায়। তিনবারের ব্যালনজয়ী এই তারকা তখন আওয়াজ শুনতে পান বাগানের দিক থেকে। পরে এগিয়ে বাসায় চুরির বিষয়টি বুঝতে পারেন।

ফ্রান্সের রেডিও আরটিএল প্রথম এই খবর দিয়ে জানায়, আওয়াজ শুনে এগিয়ে যাওয়া প্লাতিনি কালো হুডি ও পোশাক পরা একজনকে দেখতে পান জানালার পাশে। তাকে দেখে লোকটি তড়িৎ গতিতে পালিয়ে গেলে প্লাতিনি বাসায় অনুপ্রবেশের আলামত টের পান। বাগানের ছাউনির কিছু অংশ ভেঙে নিচে পড়ে ছিল। যেখানে ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু অর্জন প্রদর্শনীতে রেখেছিলেন তিনি।

১৯৮৪ ইউরোজয়ী এই কিংবদন্তি ফুটবলারের বাসায় দুর্ধর্ষ চুরির বিষয়ে মার্শেই প্রসিকিউটর অফিস জানায়, মিশেল প্লাতিনির বাসায় চুরির ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ক্ষয়ক্ষতি ও সন্দেহভাজনকে শনাক্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে অঁবজেনে ব্রিগেডকে।

উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত উয়েফার সভাপতি পদে ছিলেন প্লাতিনি। পরে তার বিরুদ্ধে সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারসহ আর্থিক কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ ওঠে। মার্চে সেই মামলায় খালাস পান প্লাতিনি।

তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা তিনবার (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫) ব্যালন ডি’অর জয় করেন। ফ্রান্স জাতীয় দলের জার্সিতে ৭২ ম্যাচে ৪১ গোল করা প্লাতিনি ইউরো জিতেছেন ১৯৮৪ সালে। এছাড়া ক্লাব পর্যায়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের জার্সিতে ছুঁয়ে দেখেছেন ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়নস লিগ)।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top