বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ১৯শে আষাঢ় ১৪৩২

Shomoy News

Sopno


১০৩ দিন পর ফিরলেন তাসকিন, ইমন-তানভিরের অভিষেক


প্রকাশিত:
২ জুলাই ২০২৫ ১৫:১৪

আপডেট:
২ জুলাই ২০২৫ ১৫:১৪

ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরে প্রহর গুণছিলেন। তাদের সবার অপেক্ষার প্রহর মিলে গেল এক বিন্দুতে। বাংলাদেশের জার্সি গায়ে ওয়ানডে অভিষেক হচ্ছে পারভেজ হোসেন ইমন আর তানভির ইসলামের। এদিকে দীর্ঘ ১০৩ দিন পর মাঠে ফিরে এলেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদও।

বাংলাদেশের জার্সি গায়ে চড়িয়ে অবশ্য আগেও খেলেছেন তানভির আর ইমন। ২০২২ সালে অভিষেকের পর ১২টি টি-টোয়েন্টি খেলেছেন পারভেজ। সবশেষ পাকিস্তান সিরিজে করেছেন সেঞ্চুরি। দারুণ ছন্দে থাকা এই ওপেনারের ওপর তাই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে তানভির ইসলাম বাংলাদেশের হয়ে অভিষিক্ত হয়েছেন ২০২৩ সালে। এরপরও থেকে দলের হয়ে খেলেছেন ৬ ম্যাচে। ৪ উইকেট নিয়েছেন এই ম্যাচগুলোয়। তার ওপর এবার ওয়ানডে ফরম্যাটে ভরসাটা রাখল বাংলাদেশ দল।

তাসকিন আহমেদের অপেক্ষাটা ছিল একটু আলাদা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনি খেলতে নেমেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। তবে পুরোটা খেলতে পারেননি। চোটের কারণে তিনি ছিটকে যান দল থেকে। গত মার্চে সবশেষ মাঠে নেমেছিলেন তিনি। তার ১০৩ দিন পেরিয়ে যাওয়ার পর অবশেষে তিনি মাঠে ফিরলেন।

প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ আজ নেমেছে তিন পেসার নিয়ে। তাসকিনের সঙ্গে মোস্তাফিজুর রহমান আর তানজিম হাসান সাকিব আছেন পেস আক্রমণে। স্পিনার হিসেবে আছেন মিরাজ ও তানভির।

বাংলাদেশ একাদশ– তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top