দেশের মাটিতে পা রাখলেন চ্যাম্পিয়নরা
 প্রকাশিত: 
                                                ৩১ অক্টোবর ২০২৪ ১৪:৫৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৪ ১৫:১৩
                                                
 
                                        অবশেষে দেশের মাটিতে পা রাখলেন চ্যাম্পিয়নরা। বেলা ২ টা ১৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবিনা-ঋতুরা।
দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা আসবে বলে! উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপাজয়ীদের বরণে আগে থেকেই প্রস্তুত করে রাখা ছিল সুসজ্জিত ছাদ খোলা বাস। বিমানবন্দরের বাইরে সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছিল উৎসুক জনতার। ক্যামেরায় চোখ গণমাধ্যমকর্মীদেরও। অবশেষে চ্যাম্পিয়নরা এসে নামলেন।
বিমানবন্দরের আনুষ্ঠিকতা শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বাংলাদেশ নারী ফুটবল দল চলে যাবে সরাসরি বাফুফে ভবনে। সেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।
উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল।
বিমানবন্দর টু বাফুফে ভবন ছাদখোলা বাস রুট
বিমানবন্দর> এক্সপ্রেসওয়ে> এফডিসি>সাত রাস্তার মোড়> মগবাজার ফ্লাইওভার> কাকরাইল> পল্টন> নটরডেম কলেজ> শাপলা চত্বর> বাফুফে ভবনে।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: