শনিবার, ২৬শে জুলাই ২০২৫, ১১ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


স্মৃতি হারানো ব্যক্তি নামাজ পড়বেন যেভাবে


প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫ ১৭:২৩

আপডেট:
২৬ জুলাই ২০২৫ ১৪:১৩

ছবি সংগৃহীত

বয়স হয়ে যাওয়ার কারণে কেউ কেউ স্মৃতিভ্রম রোগে আক্রান্ত হন। একটু আগের কথা ও কাজ ভুলে যান। এই ব্যক্তিরা নামাজ আদায়ের সময় নামাজের রাকাত সংখ্যা ভুলে যান। অনেক সময় এক নামাজের নিয়ত কয়েকবার করেও মনে রাখতে পারেন না, নামাজের নিয়ত করেছেন কি না।

এমন ব্যক্তির নামাজের বিধান কী বা তিনি নামাজ পড়বেন কীভাবে?

এমন ব্যক্তির নামাজের ক্ষেত্রে ইসলামী আইন ও ফেকাহশাস্ত্রদের মতামত হলো—

যদি কোনো ব্যক্তির স্মৃতি লোপ পায় তাহলে তার নামাজের বিধান হলো, যদি কেউ তাকে পাশ থেকে ইশারা করে দিলে তিনি নামাজ আদায়ে সক্ষম হন তাহলে তিনি সেভাবেই নামাজ পড়বেন।

বিশিষ্ট তাবেঈ রুকাইন ইবনে রাবী (রহ.) বলেন, একবার আমি হজরত আসমা (রা.)-এর কাছে গেলাম। তখন তিনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন। দেখলাম, তিনি নামাজ পড়ছেন আর একজন নারী পাশ থেকে তাকে বলে দিচ্ছেন, এখন রুকু করুন, এখন সিজদা করুন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা : ৩৪৯৭)

তাই কোনো ব্যক্তি ভুলে যাওয়ার রোগে আক্রান্ত হলে তার পারিবারের লোকজনের উচিত তাকে নামাজের নিয়ত, রুকু, কেরাত, রাকাতের ক্ষেত্রে সাহায্য করা। এতে ওই অসুস্থ ব্যক্তির অভিভাবকরা সওয়াব লাভ করবেন।

তবে কেউ যদি এভাবে বলে দেওয়ার পরও নামাজ পড়তে না পারেন এবং রাকাত সংখ্যা মনে রাখতে না পারেন, এমন পরিস্থিতিতে তার ওপর নামাজ আদায় করা আবশ্যক নয়। এবং তার এই সময়কার নামাজগুলো কাজা করাও আবশ্যক নয় এবং এই অবস্থায় তার মৃত্যু হলে সেগুলোর ফিদিয়া দেওয়াও আবশ্যক নয়।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top