শনিবার, ২৬শে জুলাই ২০২৫, ১১ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


ইতালির রাস্তায় মুখ থুবড়ে পড়ল বিমান: বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ২


প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫ ১৩:৪৭

আপডেট:
২৬ জুলাই ২০২৫ ২৩:৫৬

ছবি সংগৃহীত

ইতালির উত্তরাঞ্চলের ব্রেসিয়া শহরের একটি মহাসড়কে একটি ছোট আকারের আল্ট্রালাইট বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবারের (২২ জুলাই) ওই দুর্ঘটনায় বিমানের চালক এবং একমাত্র যাত্রী তার সঙ্গিনী ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া দুর্ঘটনার সময় ওই সড়ক দিয়ে যাওয়ার সময়ে আহত হয়েছেন দু’টি গাড়ির চালকও। তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

নিহতরা হলেন মিলানের ৭৫ বছর বয়সী আইনজীবী ও পাইলট সার্জিও রাভালিয়া এবং তার ৬০ বছর বয়সী সঙ্গী আন্ন মারিয়া ডে স্তেফানো।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এ দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, ফ্রেচা আরজি নামের কার্বন ফাইবারে তৈরি আল্ট্রালাইট বিমানটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে ধেয়ে এসে মহাসড়কে আছড়ে পড়ে। এতে বিকট বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে গিয়ে আকাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি উচ্চ গতিতে নেমে এসে সরাসরি সড়কে বিধ্বস্ত হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষের ধারণা, পাইলট রাভালিয়া জরুরি অবতরণের চেষ্টা করছিলেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, যার ফলে বিমানটি ঘুরে গিয়ে সড়কে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় আরও দুজন মোটরচালক আহত হয়েছেন। তবে তারা প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনার পর আশপাশের গাড়িগুলোর চালকরা দুর্ঘটনাস্থল এড়িয়ে যেতে চেষ্টা করেন।

দ্রুতই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই আগুনে বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ফ্রেচা আরজি মডেলের এই বিমানটির ডানার দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট।

বিমান ভেঙে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকলবাহিনী। যদিও তত ক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে বিমানটি। ব্রেসিয়া শহরের পাবলিক প্রসিকিউটর দপ্তর এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিমানটির রক্ষণাবেক্ষণের নথি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত জুন মাসে অহমদাবাদের লোকালয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। সেটির গন্তব্য ছিল লন্ডনের অদূরে গ্যাটউইক । ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৬০ জনের। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ছিলেন ২৪১ জন।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top