নুরের ওপর হামলা
গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম
 প্রকাশিত: 
                                                ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:১৭
                                                
 
                                        গণঅধিকার পরিষদের (জিওসি) মুখপাত্র ফারুক হাসান বলেছেন, নুরুল হক নুরের ওপর হামলার ১৭ দিন পার হলেও এখনো পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি সরকার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আলটিমেটাম দেন।
ফারুক হাসান বলেন, ‘আমরা আজ স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি—আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকার যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয়, তাহলে ৪৮ ঘণ্টা পর আমরা রাজপথে কঠোর কর্মসূচির দিকে ধাবিত হব। সেই কর্মসূচি কী ধরনের হবে, সময়মতো সবাই বুঝতে পারবেন এবং সরকারও টের পাবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার নূরের ওপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করেছে। ওই কমিশনের কার্যকাল ৩০ কার্যদিবস নির্ধারণ করেছে, যা মূলত প্রতারণামূলক একটি পদক্ষেপ। দিনের আলোর মতো পরিষ্কার প্রমাণ থাকা সত্ত্বেও সরকার দীর্ঘ সময় তদন্তের নামে সময়ক্ষেপণ করছে। গণমাধ্যমের ভিডিওতে সেনাবাহিনীর কিছু সদস্য ও পুলিশের উপস্থিতিতে নূরকে রক্তাক্ত করা হয়েছে—এমন ফুটেজও রয়েছে। তারপরও আজ পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার নূরকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও নতুন কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তা সম্ভব হচ্ছে না। ফারুক হাসান বলেন, ‘গতকাল রাতে হঠাৎ করে নূরের শারীরিক অবস্থার অবনতি হয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষায় নতুন জটিলতা ধরা পড়েছে। তার নাসায় হাড় ভাঙার জটিলতা বেড়েছে, ম্যান্ডিবল (চোয়াল) অংশে ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফলে ডান পাশের চোয়াল আংশিক অবসরে আছে। তিনি এখন পর্যন্ত সলিড খাবার খেতে পারছেন না, ডাক্তাররা তাকে লিকুইড খাবারের উপর রেখেছেন। এছাড়া লিভারে আঘাতজনিত জটিলতাও ধরা পড়েছে। তাই ডাক্তাররা তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।’
গণঅধিকার পরিষদের মুখপাত্র বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান ডা. মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুত নুরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা যথেষ্ট গড়িমসি লক্ষ্য করছি। শুরুতে সিঙ্গাপুর নেওয়ার কথা বলা হলেও পরে ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে। এতে সরকারের সদিচ্ছার ঘাটতি স্পষ্ট।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, সরকারের এ ধরনের টালবাহানা প্রতারণামূলক। তাই সরকার ঘোষিত প্রতিশ্রুতির ওপর নির্ভর না করে আমরা দলীয় ও পারিবারিকভাবে নুরকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করব। সরকারের দয়া-দাক্ষিণ্যের ওপর আমরা নির্ভর করব না।’
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: