বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারও নেই: গয়েশ্বর
প্রকাশিত:
৫ জুলাই ২০২৫ ২১:৩৮
আপডেট:
৬ জুলাই ২০২৫ ০২:৩০

বিএনপি মাঠে নামলে নির্বাচন পেছানোর সাহস কারও নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শনিবার (৫ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, বিএনপি সংস্কার চায়, তবে অযথা জনগণের ভোটাধিকার ভূলণ্ঠিত করা হলে দলীয় নেতাকর্মীরা চুপ থাকবে না। নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন, আসুন বিএনপির বিপরীতে ৩০০ আসনে একক প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন।’
একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে, তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়। তারাই বলছে, ‘বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করছে।’
সংস্কার ও বিচারের নামে টালবাহানা করে বিনা ভোটে কেউ ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন
তিনি বলেন, ‘নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করে নির্বাচন দিন। গণতন্ত্রের জন্য প্রয়োজনে আবারও সংগ্রাম হবে।’
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: