শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বায়তুল মোকাররমে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা


প্রকাশিত:
১০ মে ২০২৫ ১৪:২৮

আপডেট:
১০ মে ২০২৫ ১৮:৩৩

ছবি সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিলের উদ্দেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

শনিবার (১০ মে) দুপুরে বিক্ষোভ সমাবেশ শেষে গণমিছিল নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা শাহবাগের দিকে রওয়ানা হবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ গণমিছিলের আয়োজন করেছে। গণমিছিলে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ।

গণমিছিলে অংশগ্রহণকারীরা বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একইসঙ্গে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগকে একটি হত্যাকারী দল হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের চিরতরে নিষিদ্ধ করার আহ্বান জানান তারা।

এদিকে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে শাহবাগে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।

ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top