রবিবার, ১৬ই নভেম্বর ২০২৫, ২রা অগ্রহায়ণ ১৪৩২

Shomoy News

Sopno


এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করবে ডিএনসিসি


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৫ ১১:২৭

আপডেট:
১৬ নভেম্বর ২০২৫ ১৪:৫৬

ফাইল ছবি

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে অব্যবহৃত জায়গাগুলোকে সবুজ করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

রোববার (১৬ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত খালি জায়গা বুঝে নেওয়ার জন্য ইতোমধ্যে ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছে সংস্থাটি।

সবুজায়ন করার পাশাপাশি প্রাণবন্ত করে তুলতে এবং নগরবাসীর জন্য নিরাপদ ও আকর্ষণীয় গণপরিসর গড়ে তুলতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মধ্যে সম্প্রতি একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত স্থানগুলোতে ডিএনসিসি সবুজায়ন, ল্যান্ডস্কেপিং, পথচারীবান্ধব অবকাঠামো এবং জনসাধারণের জন্য উন্মুক্ত বিনোদনমূলক স্থান উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করবে। এর মাধ্যমে নগরবাসীর জন্য তৈরি হবে নতুন প্রাণবন্ত গণপরিসর, যা একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে নাগরিক জীবনে আনবে নান্দনিক পরিবর্তন।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আসাদুজ্জামান একটি অফিস আদেশ জারি করেসদস্যের কমিটির অনুমোদন দিয়েছে

সচিব মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গঠিত এই কমিটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে অব্যবহৃত জায়গাগুলো বুঝে নিতে প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণ করবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তাকে। পাশাপাশি কমিটির সদস্য করা হয়েছে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (পুর), নির্বাহী প্রকৌশলী (টিইসি), নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবং ডিএনসিসির সংশ্লিষ্ট অঞ্চলের সার্ভেয়ারকে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top