বৃহঃস্পতিবার, ১৩ই নভেম্বর ২০২৫, ২৯শে কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন


প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৫ ১৪:৩৭

আপডেট:
১৩ নভেম্বর ২০২৫ ১৬:৪৯

ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা সেখানে ভাঙচুরও চালায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস এখনও আগুনের খবর পায়নি। জানা গেছে, আগুন তেমন বড় নয়। কিছু ব্যানার ও ময়লা জড়ো করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।

এ সময় বিক্ষুব্ধ জনতা সেখানে স্লোগান দেন- ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি’, ‘যুবলীগের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার-ভিডিপির সদস্যরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top