প্রতিমা বিসর্জনের স্থান পরিষ্কার করছে ডিএনসিসি
প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩০
আপডেট:
২৬ অক্টোবর ২০২৫ ০৭:৪৯
প্রতিমা বিসর্জনের স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) গাবতলী বেরিবাধ এলাকায় পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়।
ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী স্থান চিহ্নিত করে পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। আজ গাবতলী বেরিবাদ এলাকায় প্রতিমা বিসর্জনের স্থানে ডিএনসিসির যান্ত্রিক বিভাগের সহযোগিতায় লং স্কেভেটর,ডামট্রাক এবং স্ক্রিট লোডার দিয়ে পরিষ্কার কার্যক্রম পরিচালিত হয়েছে।
এদিকে আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে মন্ডপ ও আশপাশের এলাকায় মশক নিধনে বিশেষ ফগিং কার্যক্রমও পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: