রবিবার, ২৬শে অক্টোবর ২০২৫, ১১ই কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


যশোরের মনিরামপুরে ভূমিকম্প


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১০

আপডেট:
২৬ অক্টোবর ২০২৫ ১৮:৩১

ফাইল ছবি

এক সপ্তাহের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্প অনুভূত হলো। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে অনুভূত এ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৫। আর এর উৎপত্তিস্থল ছিল যশোরের মনিরামপুর উপজেলায়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের টেলিপ্রিন্টার অপারেটর গোলাম মোস্তফা এক বার্তায় জানায়, আজ দুপুর ২টা ২৭ মিনিট ২৯ সেকেন্ডে অনুভূত হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।‌ এটি নিম্ন মাত্রার ভূমিকম্প। মনিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

সবশেষ গত ২১ সেপ্টেম্বর ভূমিকম্প অনুভূত হয় সিলেট অঞ্চলে। সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জের ছাতকই এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। এর আগে ১৪ সেপ্টেম্বরের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের রাজধানী গুয়াহাটি থেকে দূরে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি। এটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প ছিল।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top