নেপালে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি সহায়তার ঘোষণা
 প্রকাশিত: 
                                                ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১০
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৪:২৩
                                                
 
                                        নেপালে জেন-জিদের বিক্ষোভে নিহতদের শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির সরকার। পাশাপাশি তাদের পরিবারকে ১০ লাখ নেপালি রুপি আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।
দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, রোববার (১৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন সুশীলা কারকি। দায়িত্ব নেওয়ার আগে তিনি শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
দায়িত্বগ্রহণের প্রথমদিনই বিক্ষোভে হতাহতদের সহায়তার সিদ্ধান্তে স্বাক্ষর করেন সুশীলা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১৩৪ জন বিক্ষোভকারী ও পুলিশের ৫৭ জন সদস্যকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ ছাড়া, বিভিন্ন মন্ত্রণালয়কে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, বিক্ষোভ ও সহিংসতায় নিহতের সংখ্যা ৭২ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ৫৯ জন বিক্ষোভকারী, ১০ জন বন্দি ও তিনজন পুলিশ সদস্য।
গত শুক্রবার শপথ নেন সুশীলা কারকি। তিনি সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি। নেপালেরও প্রথম নারী প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের আগে গতকাল শনিবার তিনি আহতদের খোঁজখবর নিতে কাঠমান্ডুর হাসপাতালে যান।
শপথ নেওয়ার পর সুশীলা কারকিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন দেশের সরকার প্রধানরা শুভেচ্ছা জানিয়েছেন।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: