যে কারণে সুশীলা কার্কিকে নেপালের প্রধানমন্ত্রী বানাল জেন-জি
 প্রকাশিত: 
                                                ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৮
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৩০
                                                
 
                                        নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি ইতিহাস গড়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রীও হয়েছেন। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
এরপর তার অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট। আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের সময়ও ঘোষণা করা হয়েছে।
গত মঙ্গলবার কেপি শর্মা প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নাম প্রস্তাব করে গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া নেপালের জেন-জিরা।
সুশীলা কেন জেন-জির পছন্দ?
২০১৬ সালে সুশীলা নেপালের প্রধান বিচারপতি হন। তিনি মাত্র এক বছর এ দায়িত্বে ছিলেন। কিন্তু এ সময়টায় আপোষহীন ছিলেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন। এ কারণে তৎকালীন সরকার তাকে অভিসংশনের চেষ্টা করেছিল। কিন্তু সাধারণ মানুষ তার পক্ষে অবস্থান নেয়। তারা বিচারবিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নামেন। সরকার তখন চাপে পড়ে অভিসংশন চেষ্টা থেকে সরে আসে। কিন্তু ২০১৭ সালে তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দেন। দুর্নীতির বিরুদ্ধে তার যে আপোষহীন অবস্থান ছিল সেটি তাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করে তোলে।
সুপ্রিম কোর্টের আইনজীবী জে এল ভান্ডারি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “সুশীলা অভিসংশনের মুখে পড়েছিলেন। কিন্তু তিনি কোনোদিন তার নীতি থেকে সরেননি। নেপালের অচলাবস্থা নিয়ন্ত্রণে তিনি সবচেয়ে ভালো চয়েজ।”
তবে দেশ শাসন বা রাজনীতি সংক্রান্ত কোনো অভিজ্ঞতা যেহেতু তার নেই তাই তাকে সরকার পরিচালনা একটি ভালো দল গঠন করতে হবে বলে জানিয়েছেন দিপেন্দ্র ঝা নামে সুশীলার এক সাবেক সহকর্মী।
সূত্র: রয়টার্স
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: