মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫, ২৫শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


যুক্তরাজ্যে মাহাথির মোহাম্মাদের সম্পদের সন্ধান, তদন্ত শুরু


প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৭

আপডেট:
৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৬

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান আজম বাকি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের যুক্তরাজ্যে থাকা সম্পদের ব্যাপারে তদন্ত চলছে। গত বছর তার দুই ছেলে সম্পদের বিবরণী জমা না করায় তাদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়।

মাহাথিরের দুই ছেলে মোট ১.২ বিলিয়ন রিঙ্গিত (২৮৪ মিলিয়ন ডলার) সম্পদ ঘোষণা করেছেন। তবে যুক্তরাজ্যে সম্পদের কথা অস্বীকার করেছেন। দুর্নীতি দমন কমিশন যুক্তরাজ্যের সম্পদের সঙ্গে মাহাথির মোহাম্মদের সম্পৃক্ততা খতিয়ে দেখছে।

এই তদন্ত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বে চলছে। যিনি মাহাথিরের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আনোয়ারের দুর্নীতি বিরোধী অভিযানে এখন পর্যন্ত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

মাহাথির ও আনোয়ারের দ্বন্দ্ব দীর্ঘদিনের। ১৯৯৮ সালে মাহাথির আনোয়ারকে ডেপুটি পদ থেকে বরখাস্ত করেন এবং পরে আনোয়ার দুর্নীতি মামলায় দণ্ডিত হন।


দুর্নীতি ও রাজনৈতিক পাল্টাপাল্টির মধ্যে মালয়েশিয়ার রাজনীতি অস্থিরতায় ভুগছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top