মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অষ্ট্রেলিয়া


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ১৬:২৭

আপডেট:
২৬ আগস্ট ২০২৫ ২২:১১

ছবি ‍সংগৃহিত

গত বছর সিডনি ও মেলবোর্নে সংঘটিত দুটি ইহুদিবিদ্বেষী হামলায় জড়িত থাকার অভিযোগে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

তিনি জানান, ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে এবং তেহরানে অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাসের কার্যক্রম আপাতত স্থগিত করে সব কূটনীতিককে তৃতীয় দেশে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া আইন প্রণয়ন করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার কথাও ভাবছে অস্ট্রেলিয় সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের রাষ্ট্রদূত আহমাদ সাদেগি ও আরও তিন কর্মকর্তাকে আগামী সাত দিনের মধ্যে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছর ২০ অক্টোবর সিডনি ও ৬ ডিসেম্বর মেলবোর্নে ইহুদি উপাসনালয়ে হামলা হয়। তবে উভয় ঘটনাতেই কেউ হতাহত হননি।

আলবানিজ বলেন, দেশটির নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এএসআইও) তথ্যমতে, গত অক্টোবরে সিডনিতে লুইস কন্টিনেন্টাল কিচেনে এবং ডিসেম্বরে মেলবোর্নের একটি সিনাগগে (ইহুদি উপাসনালয়) অগ্নিসংযোগের নির্দেশ দিয়েছিল ইরান সরকার। ইতোমধ্যে সিডনির ক্যাফেতে আগুন দেওয়ার ঘটনায় একজনকে এবং মেলবোর্নের সিনাগগে আগুন দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

এসব হামলার পেছনে ইরানের সম্পৃক্ততা রয়েছে বলে এএসআইও যথেষ্ট বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আলবানিজ। এ ছাড়া যত দ্রুত সম্ভব ইরান ছেড়ে সম্ভব হলে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য দেশটিতে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তাও জারি করা হয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ার স্বার্থ সংরক্ষণ করতে তেহরানের সঙ্গে কিছু কূটনৈতিক যোগাযোগ খোলা রাখবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করল বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের বিরুদ্ধে এমন এক সময়ে এই পদক্ষেপ নেওয়া হলো যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবেন ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে তেল আবিব-ক্যানবেরা সম্পর্কে অবনতি ঘটেছে।

আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন আলবানিজ। গত ১১ আগস্টের ওই ঘোষণার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে আলবানিজকে ‘দুর্বল রাজনীতিবিদ’ এবং ‘ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করেছেন বলে অভিযোগ করেছিলেন। এছাড়াও দুই দেশই একে অপরের কূটনৈতিক ও কর্মকর্তাদের ভিসা বাতিল করে পাল্টাপাল্টি পদক্ষেপ নেয়।

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top