বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


পাকিস্তানে শূন্যে এলোপাথাড়ি গুলি ছুড়ে স্বাধীনতা দিবস উদযাপন, নিহত ৩


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৫ ১১:৪৯

আপডেট:
১৪ আগস্ট ২০২৫ ১৩:৪২

ছবি ‍সংগৃহিত

পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনকালে আকাশে বেপরোয়া এলোপাথাড়ি গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন একজন প্রবীণ নাগরিক ও ৮ বছরের এক কন্যাশিশু। আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। এই ঘটনাকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঘটনাগুলো শহরের বিভিন্ন এলাকায় ঘটেছে। আজিজাবাদে একটি বেপরোয়া গুলিতে ৮ বছরের এক মেয়ে নিহত হয় এবং কোরাঙ্গিতে স্টিফেন নামে এক ব্যক্তি মারা যান। শহরজুড়ে অন্তত ৬৪ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে জিও নিউজ।

উদ্ধারকারী কর্মকর্তারা জানান, স্বাধীনতা দিবসে আনন্দ উদযাপনের নামে আকাশে এলোপাথাড়ি গুলি চালানো বিপজ্জনক ও প্রাণঘাতী। তারা নাগরিকদের নিরাপদ উপায়ে দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যারা এই গুলিবর্ষণে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এআরওয়াই নিউজে প্রাপ্ত এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতেই করাচিতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৪২ জন নিহত হয়, যাদের মধ্যে ৫ জন নারীও ছিলেন। এছাড়া ঐ মাসে ২৩৩ জন আহত হন, যাদের মধ্যে ৫ জন নারীও রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারিতে ডাকাতি প্রতিরোধের সময় গুলিবর্ষণে ৫ জন নিহত হয় এবং অনেকে গুলিবিদ্ধ হন। অন্যান্য ঘটনায় ভুলবশত গুলিবিদ্ধ হয়ে প্রাণহানি ঘটে। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতা, মতবিরোধ, ডাকাতি প্রতিরোধ ও বেপরোয়া ফায়ারিং এসব ঘটনার জন্য দায়ী।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top