এবার রাশিয়ার কাছাকাছি যুদ্ধবিমান মোতায়েন করল জার্মানি
প্রকাশিত:
৫ আগস্ট ২০২৫ ১৬:৫২
আপডেট:
৫ আগস্ট ২০২৫ ১৯:৪৫
রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট— ন্যাটোর সদস্য দেশ ও রাশিয়ার সীমান্ত লগোয়া পোল্যান্ডে যুদ্ধবিমান মোতায়েন করেছে জার্মানি।
মঙ্গলবার (০৫ আগস্ট) জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পাঁচটি জার্মান ইউরোফাইটার টাইফুন জেট পোল্যান্ডের রাজধানী ওয়ার্সোর পূর্বে মিনস্ক মাজোইয়েস্কি বিমান ঘাঁটি থেকে পরিচালনা করা হবে এবং আকাশসীমা নজরদারি কার্যক্রমে পোলিশ বাহিনীকে সহায়তা করবে।
জার্মান বিমান বাহিনীর একজন মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমে বিল্ড ডেইলিকে বলেন, ‘এই মোতায়েনের মাধ্যমে ন্যাটো জোটের সংহতি প্রকাশ এবং জোটের আকাশসীমা রক্ষা করার সময় বিশ্বাসযোগ্য প্রতিরোধ ক্ষমতা প্রদান করেছে জার্মানি।’
প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এই অভিযানের জন্য বর্তমানে প্রায় ১৫০ জন জার্মান সামরিক কর্মী মিনস্ক মাজোইয়েস্কি বিমান ঘাঁটিতে মোতায়েন রয়েছেন। এই অভিযান প্রায় এক মাস স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।
প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ন্যাটো উভয়ের জোটের সদস্য পোল্যান্ড, ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। জার্মান বিমান বাহিনী গত এপ্রিল মাস থেকে পোলিশ বাহিনীকে আকাশসীমা পর্যবেক্ষণে সহায়তা করে আসছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার কাছাকাছি পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েনের প্রতিক্রিয়ায় ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে মস্কো। এই চুক্তির ফলে দুই দেশই একে অপরের দিকে তাক করে তাদের স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন স্থগিত রেখেছিল।
সোমবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সোভিয়েত আমলে যে পরিস্থিতির কারণে রাশিয়া আইএনএফ চুক্তি স্বাক্ষরে বাধ্য হয়েছিল, অবস্থা আর তেমন নেই। ন্যাটো জোটভুক্ত দেশগুলো রাশিয়ার ভৌগলিক নিরাপত্তা ও অখণ্ডতার জন্য হুমকি হয়ে উঠেছে। এই কারণে রাশিয়া আইএনএফ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।’
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: