সোমবার, ২১শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন


প্রকাশিত:
২০ জুলাই ২০২৫ ১৮:১১

আপডেট:
২১ জুলাই ২০২৫ ১৫:৫২

ছবি সংগৃহীত

আকাশে ওড়ার সময় মাঝেমধ্যেই বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়া কিংবা আগুন ধরে যাওয়ার ঘটনা এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। সম্প্রতি ভারতের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায় এবং তা মুহূর্তেই ভেঙে পড়ে, যা ছিল এক ভয়াবহ দুর্ঘটনা।

এবার মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হলো ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইট। উড্ডয়নের পরপরই ফ্লাইট নম্বর ডিএল ৪৪৬-এর বোয়িং ৭৬৭-৪০০ মডেলের উড়োজাহাজটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়।

ভয়ংকর সেই দৃশ্য ধরা পড়ে এক যাত্রীর ধারণ করা ভিডিওতে, যেখানে দেখা যায়, ইঞ্জিন থেকে জ্বলন্ত আগুনের শিখা ছড়িয়ে পড়ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়। অনেকে আকাশ ভ্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানে আগুনের ঘটনা ঘটে। ফ্লাইট ক্রুরা সঙ্গে সঙ্গে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং বিমানবন্দরে ফিরে আসার প্রস্তুতি নেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে দ্রুত ফেরার নির্দেশনা দেওয়া হয় এবং ভূমিতে জরুরি পরিষেবা দলগুলোকে সতর্ক করে রাখা হয়।

আটলান্টার উদ্দেশে যাত্রা করা বিমানটি অবশেষে নিরাপদে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। অগ্নিকাণ্ডও দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ডেল্টা এয়ারলাইনসের এক মুখপাত্র বিবিসিকে জানান, বাম ইঞ্জিনে একটি সমস্যার সংকেত পাওয়ার পরপরই পাইলটরা দ্রুত পদক্ষেপ নেন এবং বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top