ইরাকে নরওয়ের কোম্পানির তেলক্ষেত্রে ড্রোন হামলা
প্রকাশিত:
১৭ জুলাই ২০২৫ ১৭:৪৯
আপডেট:
১৮ জুলাই ২০২৫ ০২:১৬

ইরাকের উত্তরের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানে নরওয়ের তেল ও গ্যাস কোম্পানি ডিএনও পরিচালিত একটি তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের তাওকে এলাকার ওই তেলক্ষেত্রে হামলা হয়েছে বলে কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী সংস্থা জানিয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে ইরাকে বিদেশি বিভিন্ন কোম্পানির তেল ও গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা শুরু হয়। এরপর থেকে এ নিয়ে নরওয়েজীয় কোম্পানি ডিএনওর তেলক্ষেত্রে দ্বিতীয় বারের মতো হামলার ঘটনা ঘটল।
কুর্দিস্তানের জাখো অঞ্চলের তাওকে ও পেশখাবুর তেলক্ষেত্র পরিচালনা করে ডিএনও। নরওয়েজীয় এই কোম্পানির দু’টি তেলক্ষেত্রই ইরাকের তুরস্ক সীমান্ত লাগোয়া এলাকায় অবস্থিত। বৃহস্পতিবারের হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
তবে বিস্ফোরণের কারণে ওই তেলক্ষেত্রে তেল উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী সংস্থা। এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ডিএনও কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কেবল চলতি সপ্তাহে একের পর ড্রোন হামলার কারণে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তেল উৎপাদন দৈনিক প্রায় ১ লাখ ৪০ হাজার থেকে দেড় লাখ ব্যারেল কমে গেছে।
সেখানকার জ্বালানিবিষয়ক দুই কর্মকর্তা বলেছেন, ড্রোন হামলায় অবকাঠামো ক্ষয়ক্ষতি হওয়ায় কুর্দিস্তানের একাধিক তেলক্ষেত্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
এর আগে, বুধবার উত্তর ইরাকের দোহুক অঞ্চলে অবস্থিত মার্কিন কোম্পানি হান্ট অয়েলের পরিচালিত আইন সিফনি তেলক্ষেত্রেও ড্রোন হামলা হয়। হান্ট অয়েল বলেছে, হামলায় তাদের কোনও কর্মী হতাহত হননি। এছাড়া হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের জন্য কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
ইরাকে তেলক্ষেত্রে এসব হামলার দায় এখন পর্যন্ত কোনও গোষ্ঠী স্বীকার করেনি। তবে কুর্দিস্তানের নিরাপত্তা সূত্র বলেছে, ড্রোনগুলো ইরানপন্থী মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে ছোড়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
সূত্র: রয়টার্স।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: