রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২

Shomoy News

Sopno


ইসরায়েলি গুপ্তচর সন্দেহে যে মুসলিম দেশের নাগরিকদের গণগ্রেপ্তার করছে ইরান


প্রকাশিত:
৫ জুলাই ২০২৫ ১৯:৩১

আপডেট:
৫ জুলাই ২০২৫ ১৯:৩৩

ছবি সংগৃহীত

গত ১৩ জুন ইরানে হামলা চালায় দখলদার ইসরায়েল। এরপর দখলদারদের সঙ্গে টান ১২দিন যুদ্ধ চলে। ওই যুদ্ধের সময় ইসরায়েল জানিয়েছিল, তারা ইরানে নিজেদের গুপ্তচরদের মাধ্যমে অনেক হামলা চালিয়েছে।

যুদ্ধ শেষ হওয়ার পরপরই ইরানে ব্যাপক ধরপাকড় শুরু হয়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে সন্দেহে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রমাণ পাওয়ার দাবি করে বেশ কয়েকজনকে ফাঁসিতেও ঝুলিয়েছে দেশটি।

এরমধ্যেই জাতিসংঘের কর্মকর্তা রিচার্ড ব্যানেট জানিয়েছেন, ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ইরানে বসবাসরত আফগানদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। তিনি নির্বিচার এসব গ্রেপ্তারের নিন্দা এবং মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা প্রকাশ করেছেন।

শনিবার (৫ জুলাই) এক্সে এক পোস্টে বেনেট জানিয়েছেন, ইরানের পুলিশ আফগানদের গুপ্তরচর হিসেবে অভিযুক্ত করছে। এছাড়া আফগানদের গ্রেপ্তারের ক্ষেত্রে বল প্রয়োগের অভিযোগও করেছেন তিনি।

যুদ্ধপরবর্তী সময়টিকে যেন ভিন্নমত দমন এবং নিপীড়ন বৃদ্ধির সুযোগ হিসেবে ব্যবহার না করা হয় সেই আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাধার পর গুপ্তচরগিরির অভিযোগে ইরানে অন্তত ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যারমধ্যে তিনজন কুর্দি রয়েছেন।

ইরান থেকে ফেরত আসা কয়েকজন আফগান জানিয়েছেন, দেশটির পুলিশ তাদের গুপ্তচর অভিহিত করে বার বার আটক করছে।

এদিকে ইরানে প্রায় ৩০ লাখ আফগান বাস করেন বলে ধারণা করা হয়। যাদের বেশিরভাগের কোনো বৈধ কাগজপত্র নেই। এ কারণে তারা প্রায়ই নিপীড়নের স্বীকার হন।

সূত্র: তোলো নিউজ

ডিএম /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top