নিউজিল্যান্ড সিরিজ শুরুর দিনে দুঃসংবাদ পেল ভারত
প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৬ ১১:০১
আপডেট:
১১ জানুয়ারী ২০২৬ ২২:১৯
ভাদোদারায় আজ (রোববার) শুরু হচ্ছে ভারত ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগের দিন উইকেটকিপার ব্যাটার ঋশাভ পান্তের চোটে বড় ধাক্কা খেল ভারত। শুরুর আগেই তার সিরিজ শেষ হয়ে গেছে, বিসিসিআই সূত্রে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
গতকাল (শনিবার) বিসিএ বি গ্রাউন্ডে ভারতের ঐচ্ছিক অনুশীলন ছিল। নেটে বেশ গুছিয়ে অনুশীলন করছিলেন পান্ত, প্রায় ৫০ মিনিট ছিলেন। কিন্ত একজন থ্রোডাউন স্পেশালিস্টের থেকে ছোড়া একটি ডেলিভারি সামলাতে গিয়ে কোমরের ওপর আঘাত পান তিনি। প্রবল ব্যথায় হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন। সাপোর্ট স্টাফরা তাকে চিকিৎসা দিতে দ্রুত ছুটে যান।
শনিবার আইএএনএস-কে সংশ্লিষ্ট সূত্রের পক্ষ থেকে জানানো হয়, ‘স্ক্যান এবং দলের চিকিৎসকের পরীক্ষার পর দেখা গেছে যে ঋশাভের পাঁজরের ডান দিকে চোট লেগেছে এবং সেখানে একটি 'সাইড স্ট্রেন' ধরা পড়েছে। এই কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে তিনি ছিটকে গেছেন।’
পান্তকে এখন কয়েকদিন বিশ্রামে থাকতে হতে পারে। তারপর পরবর্তী মূল্যায়ন ও পুনর্বাসনের জন্য বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সের কাছে রিপোর্ট করতে হবে। বেঙ্গালুরুতে বিজয় হাজারে ট্রফির লিগ পর্বে দিল্লিকে নেতৃত্ব দিয়ে ওয়ানডে সিরিজের দলে যোগ দেন তিনি।
ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টে পায়ের চোটের পর দ্বিতীয়বার ইনজুরিতে আক্রান্ত হলেন পান্ত। গত বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ফিরেছিলেন তিনি।
গত দুই বছর ধরে ভারতের ওয়ানডে সেট আপে আছেন পান্ত। কিন্তু শেষবার ৫০ ওভারের ফরম্যাটে খেলেছেন ২০২৪ সালের আগস্টে শ্রীলঙ্কা সফরে। নিউজিল্যান্ড সিরিজের আগে গুঞ্জন ছিল, পান্তকে ছাঁটাই করা হচ্ছে। কিন্তু অজিত আগারকারের নির্বাচন কমিটি তাকে স্কোয়াডে রেখে দিয়েছে।
পান্ত ছিটকে যাওয়ায় ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তার স্থলাভিষিক্ত খুঁজে বের করতে হবে। ধ্রুব জুরেল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ইশান কিষাণকে তার জায়গায় বিবেচনা করা হচ্ছে।
আগামী ১৪ জানুয়ারি রাজকোটে হবে দ্বিতীয় ওয়ানডে। চার দিন পর ইন্দোরের হলকার স্টেডিয়ামে শেষ ম্যাচ।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: