রবিবার, ১১ই জানুয়ারী ২০২৬, ২৮শে পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


লিভারপুলের বিপক্ষে এবারও জয়হীন আর্সেনাল


প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৬ ১৫:২৯

আপডেট:
১০ জানুয়ারী ২০২৬ ১৬:৫০

ছবি-সংগৃহীত

শিরোপা লড়াইয়ে মুল প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি আগের দিন ড্র করায় আর্সেনালের সামনে ছিল দারুণ এক সুযোগ। ব্যবধান ৮ পয়েন্টে নেওয়ার সুযোগ ছিল গানার্সদের সামনে। কিন্তু লিভারপুলের সঙ্গে গোলশূন্য ড্র করে সেই সুযোগ হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি।

বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার দল। ঘরের মাঠে টানা সাত জয় পাওয়া আর্সেনাল চোট জর্জরিত লিভারপুলের বিপক্ষে জ্বলে উঠতে পারেনি। লিগে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল তারা।

অন্যদিকে নতুন বছরে খেলা তিন ম্যাচের সবকটিতেই ড্র করল লিভারপুল। গত আগস্টে দু’দলের প্রথম দেখায় ১-০ গোলে জিতেছিল আর্নে স্লটের দল। ২১ ম‍্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। ৪৩ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে সিটি ও অ‍্যাস্টন ভিলা। ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে লিভারপুল।

২৭তম মিনিটে গোল পেয়ে যাচ্ছিল লিভারপুল। উইলিয়াম সালিবার গতিময় ব‍্যাকপাস যায় কনর ব্র‍্যাডলির কাছে। কিন্তু অলরেডদের এই আইরিশ ডিফেন্ডারের শটে বল ক্রসবারে লাগে।

প্রথমার্ধের শেষ দিকে ডেক্লান রাইসের গতিময় শট ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। বিরতির পর গোলের জন্য দুই দল বেশ কিছু চেষ্টা চালালেও গোলরক্ষকদের দৃঢ়তায় জালের দেখা পায়নি কেউ।

গত বুধবার ব্রাইটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে সিটি। এবছরের খেলা তিন ম্যাচেই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে পেপ গুয়ার্দিওলার দলকে। বার্নলির সঙ্গে ২-২ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। বড় দলগুলোর ড্র করার সপ্তাহে ফুলহ্যামের কাছে ২-১ গোলে হারে চেলসি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top